শুভব্রত মুখার্জি: ২০২৪ সালেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ফলে এগিয়ে রয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে রান তাড়া করে একেবারে শেষ বলে নাটকীয় জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে গিয়ে অজিরা ৪৪ রানে হেরে গিয়েছে। আর এই ম্যাচ জেতার ফলেই এক নয়া নজির গড়ে ফেলেছে ভারতীয় দল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়েছে ভারতীয় দল। তারা স্পর্শ করেছে পাকিস্তানের নজির।
আরও পড়ুন: গ্রিনকে নিয়ে MI-কে লাইফলাইন দিল RCB, সবার্ধিক টাকা GT-র হাতে, নাইটদের কী হাল?
রবিবার তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪ রানে জিতে এই নজির গড়েছে ভারতীয় দল। ইতিমধ্যেই ভারতীয় দল ২১১ টি ম্যাচ খেলে ফেলেছে। যার মধ্যে তারা ১৩৫ টি ম্যাচে জিতেছে। অন্যদিকে পাকিস্তান খেলেছে ২২৬ টি টি২০ ম্যাচ। যার মধ্যে তারাও জিতেছে ১৩৫ টি ম্যাচ। ঘটনাচক্রে দুই দেশ একবার করে টি-২০ বিশ্বকাপ জিতেছে। ভারত ২০০৭ সালে এবং পাকিস্তান ২০০৯ সালে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড দল। তারা এখন পর্যন্ত ১০২ টি ম্যাচে জিতেছে। তার পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা দল। যাদের ঝুলিতে রয়েছে ৯৫টি জয়। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এই দুই দল এখনও পর্যন্ত কোন টি২০ বিশ্বকাপ জেতেনি।
আরও পড়ুন: আগের থেকেও বেশি প্রস্তুত- হার্দিক নিয়ে ঘুরিয়ে বার্তা নয়া GT ক্যাপ্টেন গিলের
রবিবার তিরুবনন্তপুরমে ভারত প্রথমে ব্যাট করে। তারা তাদের নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৩৫ রান করে। এদিন ব্যাট হাতে অর্ধশতরানের ইনিংস খেলেন যশস্বী জসওয়াল (৫৩), রুতুরাজ গায়কোয়াড় (৫৮) এবং ইশান কিষাণ (৫২) । এছাড়া মারকাটারি ইনিংস খেলে মাত্র ৯ বলে ৩১ রান করেন রিঙ্কু সিং। অজিদের হয়ে নাথান এলিস তিনটি উইকেট নেন। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৯১ রানেই আটকে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মার্কাস স্টইনিস। এছাড়াও টিম ডেভিড করেন ৩৭ রান এবং ম্যাথু ওয়েড করেন ৪২ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণ, রবি বিষ্ণোই।