সলমনের দত্তক বোন অর্পিতা খান বরাবরই থাকেন চর্চায়। বিশেষ করে তাঁর আর অভিনেতা আয়ুশ শর্মাকে নিয়ে গুজবের কোনও শেষ নেই যেন! ২০১১ সালে একটি পার্টিতে কমন ফ্রেন্ডদের মাধ্যমে আলাপ, এরপর ২০১৪ সালের নভেম্বর মাসে তাঁরা গাঁটছড়া বাঁধেন। তাঁদের আহিল নামে একটি ছেলে ও আয়াত নামে একটি মেয়ে রয়েছে।
বিয়ের ৫ বছরের মধ্যেই ২০১৯ সালে শোনা গিয়েছিল, আয়ুশ আর অর্পিতার নাকি ডিভোর্স হচ্ছে। যদিও তখন সেই খবরে মুখ খোলেনি খান পরিবারের কেউই। বর্তমানে এক সাক্ষাৎকারে তখনকার কথা স্মরণ করলেন আয়ুশ।
আরও পড়ুন: নামী এই নায়িকার অন্তরঙ্গ ফোটো-ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে সাইবার ক্রাইম
ডিভোর্স নিয়ে কী বললেন আয়ুশ?
সলমন খানের জামাইবাবুকে বলতে শোনা যায়, ‘আমার জীবন নিয়ে গুজম ছড়াতে কখনোই কেউ খুব একটা আগ্রহী ছিল না। তবে একবার মনে আছে ছেলেকে দোসা খাওয়াতে বাইরে নিয়ে গেছিলাম। রেস্তোরাঁ থেকে বেরোচ্ছি, এক পাপারাজ্জি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আমি এবং অর্পিতা বিবাহবিচ্ছেদের জন্য ফাইল করছি কিনা’!
আরও পড়ুন: কদিন আগে রেজিস্ট্রি, নতুন শুরু ‘মিশকা’র! জানেন, বয়সের কত পার্থক্য অহনা-দীপঙ্করের
আয়ুশ জানান, তিনি এরকম খবরে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তবে অর্পিতা এই খবরে কী প্রতিক্রিয়া দেবে ভেবে বেশ হাসিও পাচ্ছিল। আয়ুশ নিজের বক্তব্য যোগ করেন, ‘আমি বাড়ি ফিরে অর্পিতাকে জিজ্ঞেস করলাম সে আমাকে ডিভোর্স দেবে কিনা। এবং আমরা এটি নিয়ে হেসে গড়াগড়ি খেয়েছি।’
আরও পড়ুন: ‘আমি ছোট থেকেই গামছা গায়ে…’, পুরনো অভ্যেস ফাঁস করলেন শ্রুতি! তাজ্জব নেটপাড়া
অর্পিতার প্রশংসায় পঞ্চমুখ আয়ুশ:
বউকে নিজের সবচেয়ে বড় স্তম্ভ হিসেবে বর্ণনা করেন আয়ুশ। তাঁকে বলতে শোনা যায়, ‘অর্পিতা খুবই কঠোর সমালোচক। আসলে সে কঠোরের থেকেও বেশি সৎ। তিনি এমন একজন যিনি খুব খুটিয়ে খুটিয়ে সিনেমা দেখেন। আমি যে ধরনের চলচ্চিত্রগুলোতে কাজ করি, সেগুলোর থেকে ওর পছন্দ অনেক আলাদা। ও জানে যে আমি মাস ফিল্মে কাজ করতে ভালোবাসি,কিন্তু তিনি সত্য গল্পের উপর ভিত্তি করে তৈরি সিনেমা বেশি পছন্দ করে।’
আয়ুশ আরও জানান যে, এরকম অনেক হয়েছে তাঁর সিনেমা মুক্তির আগে তা দেখে অপছন্দ হয়েছে অর্পিতার। তা সরাসরি জানানও সলমনের বোন। এমনকী, কখনো তা সিনেমা থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেন।