বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG, 2nd Test: ৬ ফুটের উপর লম্বা শুভমন ছোঁ মেরে ধরে ফেললেন রেহানের ক্যাচ, ফ্যালফ্যাল চেয়ে দেখলেন ব্যাটার- ভিডিয়ো

IND vs ENG, 2nd Test: ৬ ফুটের উপর লম্বা শুভমন ছোঁ মেরে ধরে ফেললেন রেহানের ক্যাচ, ফ্যালফ্যাল চেয়ে দেখলেন ব্যাটার- ভিডিয়ো

রেহান আহমেদের দুরন্ত ক্যাচ ধরলেন শুভমন গিল। 

৪৩তম ওভারের তৃতীয় বলে বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব একটি শর্ট ডেলিভারি করেন। ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ পুল শট মারেন। আর শর্ট মিড-উইকেটে দাঁড়িয়ে থাকা শুভমন গিল যে লাফিয়ে চিলের মতো ছোঁ মেরে বলটি ধরে ফেলবেন, সেটা হয়তো রেহান নিজেও ভাবেননি।

এমনিতে ছ' ফিটের উপর লম্বা শুভমন গিল। তাই তাঁর মাথার কিছুটা উপর দিয়ে বল গেলে তিনি টুক করে সেটা ধরে ফেলতে পারেন। কিন্তু অনেকটা উপর দিয়ে বল গেলেও, তিনি যে চিলের মতো ছোঁ মেরে সেটাও সহজে ধরে ফেলতে পারবেন, এমনটা জানা ছিল না রেহান আহমেদের। শুভমন গিল দুর্দান্ত ক্যাচ নিয়ে রেহান আহমেদকে প্যাভিলিয়নে ফেরত পাঠান এবং বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে ভারতকে আরও একটি সাফল্য পেতে সাহায্য করে।

আরও পড়ুন: বুমরাহের বিষাক্ত ইয়র্কারে ২টি স্টাম্প উড়ে গেল পোপের, রেকর্ড অষ্টম বার আউট করলে রুটকে- ভিডিয়ো

৪৩তম ওভারের তৃতীয় বলে বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব একটি শর্ট ডেলিভারি করেন। ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ পুল শট মারেন। আর শর্ট মিড-উইকেটে দাঁড়িয়ে থাকা শুভমন গিল যে লাফিয়ে চিলের মতো ছোঁ মেরে বলটি ধরে ফেলবেন, সেটা হয়তো রেহান নিজেও ভাবেননি। তবে ভারতের তারকা ব্যাটার দ্বিতীয় প্রচেষ্টায় বলটি ধরার আগে তিনি সময় মতো লাফ দিয়ে বলটি আগে আটকে ছিলেন। প্রথম বার বলটি পড়ে যাচ্ছিল, তখন পড়ে যাওয়া বলটি ফের ধরে ফেলেন শুভমন। ১৫ বলে ৬ রান করে রেহানকে ফিরতে হয় সাজঘরে। ইনিংসে এটি ছিল তাঁর তৃতীয় ক্যাচ।

জসপ্রীত বুমরাহের দাপটে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ কার্যত থরথর করে কাঁপছে। তারকা পেসার একাই ৫ উইকেট তুলে নিয়েছেন। ওপেন করতে নেমে ইংল্যান্ডের জ্যাক ক্রলি কিন্তু শুরুটা খারাপ করেননি। ৭৮ বলে ৭৬ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু তাঁকে সঙ্গত করার মতো সে ভাবে কাউকে তিনি পাননি। ছয়ে নেমে বেন স্টোকস ৫৪ বলে ৪৭ রান করেন। বাকিরা তো ২৫ রানও স্পর্শ করতে পারেননি। ইংল্যান্ড ২৫৩ রানে অলআউট হয়ে যায়। একাই ৬ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ১৪৩ রানের লিড পেয়েছে ভারত।

আরও পড়ুন: পূজারা কিন্তু অপেক্ষায় রয়েছেন- ফের ব্যর্থ শুভমনকে হুঁশিয়ারি রবি শাস্ত্রীর

শনিবার সকালে যশস্বী জয়সওয়াল তাঁর দ্বিশতরান পূর্ণ করেন। টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী। তবে বাকিরা কেউ যশস্বীর পাশে দাঁড়াতে পারেননি। যশস্বী নিজেও ২০৯ করে শেষ পর্যন্ত আউট হয়ে যান। তবে যশস্বীর হাত ধরেই ভারত কিছুটা অক্সিজেন পায়। অশ্বিন শনিবার সকালে মাত্র ২০ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন। শনিবার ভারত শুধু স্কোরবোর্ডে ৬০ রানই যোগ করতে পারে। ৩৯৬ রানে তারা এদিন অলআউট হয়ে যায়।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.