শুভব্রত মুখার্জি:- শনিবার শেষ হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের টি-২০ সিরিজ। কার্যত দ্বিতীয় সারির দল নিয়েই পাক সফরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। কারণ তাদের তারকা ক্রিকেটাররা এই মুহূর্তে ব্যস্ত আইপিএলে খেলতে।তবে দ্বিতীয় সারির দল নিয়েও পাকিস্তান দলের বিরুদ্ধে কিন্তু খারাপ পারফরম্যান্স করেনি নিউজিল্যান্ড দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পরের ম্যাচটি জেতে পাকিস্তান। এরপর পরপর দুটি ম্যাচে জিতে সিরিজে লিড নেয় নিউজিল্যান্ড দল। পঞ্চম অর্থাৎ শেষ ম্যাচ জিতে কোনও রকমে মানরক্ষা করে সিরিজ ড্র করেছে পাকিস্তান।
আরও পড়ুন… ভিডিয়ো: গিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন কোহলি, বারবার শুভমনকে উত্যক্ত করলেন বিরাট! কী হল তারপর?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন খেললেন বাবর আজম?
এই শেষ ম্যাচে তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের অধিনায়ক বাবর আজম। আর এর মধ্যে দিয়েই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গড়ে ফেললেন এক অনন্য নজির। পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই নজির গড়েছেন বাবর আজম। পুরুষদের ক্রিকেটে এখন পর্যন্ত সবথেকে বেশি চার মারার নজির গড়েছেন বাবর আজম। এদিনের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে। সেখানে মাত্র ৪৪ বল খেলে ৬৯ রান করেছেন তিনি। তাঁর ইনিংস সাজিয়েছেন ছয়টি চোখ ধাঁধানো বাউন্ডারিতে।
আরও পড়ুন… IPL 2024: বেবি আসছে… খেলাটা দ্রুত শেষ করো- বউয়ের আবদার মেটাতেই কি এমনটা করলেন ধোনি
কী নজির গড়লেন বাবর আজম?
এই ছয়টি বাউন্ডারি মেরেই তিনি গড়ে ফেলেছেন অনন্য নজির। ভেঙে দিয়েছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংয়ের নজির। পল স্টার্লিং এখন পর্যন্ত খেলেছেন ১৩৬ টি আন্তর্জাতিক টি-২০ ইনিংস। আর তাতে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৪০৭ টি। বাবর আজম এখন পর্যন্ত খেলেছেন ১০৭টি ইনিংস। যার মধ্যে তিনি হাঁকিয়েছেন ৪০৯ টি বাউন্ডারি। পুরুষদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাবর এবং পল দুইজন মাত্র ক্রিকেটার যারা এখন পর্যন্ত ৪০০'র উপর বাউন্ডারি হাঁকিয়েছেন। ভারতের রোহিত শর্মা এবং বিরাট কোহলি এর খুব কাছাকাছি রয়েছেন। ১০৯ ইনিংস কোহলি মেরেছেন ৩৬১ টি চার। ১৪৩ ইনিংসে রোহিত শর্মা মেরেছেন ৩৫৯ টি চার।
আরও পড়ুন… IPL 2024 Points Table: SRH-কে হারাতেই ৬ থেকে তিনে লাফ দিল CSK, বদলে গেল টেবিলের ছবি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০'র উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল। বাবরের ইনিংসে ভর করেই পাকিস্তান দল ২০ ওভারে ১৭৮ রান তুলতে সমর্থ হয়েছিল।দ্বিতীয় ইনিংসে শাহিন শাহ আফ্রিদির দুরন্ত বোলিং পাকিস্তানের জয়ের পথ সুগম করে। ৪ ওভার বল করে আফ্রিদি ৩০ রান দিয়ে চার উইকেট নেন। ফলে ৭ রানের ব্যবধানে এক রুদ্ধশ্বাস জয় পায় পাকিস্তান।