শুভব্রত মুখার্জি: সবেমাত্র শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ। ভারতের কাছে ৪-১ ফলে টেস্ট সিরিজ হেরে গিয়েছে ইংল্যান্ড দল। ধরমশালাতে শেষ টেস্টে ভারতীয় দল এক ইনিংস এবং ৬৪ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে। আর এই টেস্টেই ঘটে যাওয়া এক ঘটনা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তবে ঘটনাটি ২২ গজের মধ্যের নয়। ঘটনাটি ঘটেছে ২২ গজের বাইরে। যে ঘটনায় একেবারে হিরো হয়ে গিয়েছেন বাংলার তারকা পেসার আকাশ দীপ। উল্লেখ্য, চলতি সিরিজেই আকাশ দীপের অভিষেক হয়েছে। তবে ধরমশালা টেস্টে তিনি প্রথম একাদশে ছিলেন না। দ্বাদশ ক্রিকেটার হিসেবে তিনি মাঠে জল নিয়ে নেমেছিলেন। সেই সময়েই এক ভক্তের জল তেষ্টার আব্দার মেটাতে তিনি যে আচরণ করেছেন, তা মন ছুঁয়ে গিয়েছে সকলের।
আরও পড়ুন: IPL-এ ভালো খেললে, T20 WC-এর দরজা খুলে যাবে পন্তের জন্য- জানিয়ে দিলেন BCCI সচিব জয় শাহ
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, বাউন্ডারির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আকাশ দীপ। তাঁর হাতে ছিল দু'টি পানীয়ের বোতল। একটিতে ছিল একটি গোলাপি রঙের পানীয়। অপরটিতে ছিল পানীয় জল। দুই ভক্ত দর্শকাসন থেকে আকাশ দীপের কাছে জল খাওয়ানোর আব্দার করে বসেন। ভিডিয়োতে বলতে শোনা যায়, ‘পিয়াস লাগা হ্যায়। এক বোতল দো না। (তেষ্টা পেয়েছে খুব। একটা জলের বোতল দাও না)।’ দুই ভক্তের আব্দারে প্রথমে একটু চিন্তায় পড়ে যান আকাশদীপ। কিছুক্ষণ ভেবে তার পর দাঁড়িয়ে পড়েন। হাতে রেখে দেন নরম পানীয়ের বোতলটি। পানীয় জলের বোতলটি এর পর দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়ে দেন। ধরমশালা টেস্টের দ্বিতীয় দিন ঘটে এই ঘটনা। ঘটনার ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়েছে।
আকাশদীপের এই আচরণে মুগ্ধ সকলেই। সকলেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নিজের অভিষেকেই প্রথম ইনিংসে তিনটি উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন তিনি।
আরও পড়ুন: ধোনির জায়গায় রোহিতকে CSK-এর অধিনায়ক চান ভারতের প্রাক্তনী
রাঁচি টেস্টে জিতেই ভারতীয় দল সিরিজ জয় নিশ্চিত করেছিল। ধরমশালাতে জিতে তাঁরা ব্যবধান বাড়িয়ে করে ৪-১। এই টেস্টেই রবিচন্দ্রন অশ্বিন তাঁর শততম টেস্ট খেলেছেন। দ্বিতীয় ইনিংসে তিনি পাঁচ উইকেট নেন। প্রথম ইনিংসে তিনি নেন চার উইকেট। সব মিলিয়ে ন'টি উইকেট পেয়েছেন অশ্বিন। অন্য দিকে কুলদীপ যাদব দুই ইনিংস মিলিয়ে নেন সাতটি উইকেট। এর পাশাপাশি ম্যাচে রোহিত শর্মা এবং শুভমন গিল করেছেন শতরান। জেমস অ্যান্ডারসন তাঁর টেস্ট কেরিয়ারের ৭০০ উইকেট নিয়েছেন এই ম্যাচেই।