শুভব্রত মুখার্জি:- সদ্য শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মার দল ৪-১ ফলে জয় ছিনিয়ে নিয়েছে। সিরিজের প্রথম টেস্ট জিতে দুর্দান্তভাবে সিরিজটা শুরু করলেও ইংল্যান্ড দল সেই ছন্দ ধরে রাখতে পারেনি। হায়দরাবাদ টেস্ট ছাড়া বাকি সব টেস্টেই ফেল করেছে ব্যাজবল স্ট্র্যাটেজি। ইংল্যান্ডের ব্যাজবল জমানাতে প্রথমবার সিরিজ হারতে হয়েছে তাদের। সিরিজে দল যেমন খারাপ পারফরম্যান্স করেছে ঠিক তেমনিভাবেই ব্যাটার বেন স্টোকসও। বলার মতো তেমন পারফরম্যান্স গোটা সিরিজ জুড়েই করতে পারেননি তিনি। এরপরেও যারা তাঁকে আর কোনও রকম পাত্তা দিতে রাজি নন তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন তিনি। তাঁর মতে নিজের ঝুঁকিতে আমাকে পাত্তা দেবে না!
বেন স্টোকস জানিয়েছেন, 'ব্যর্থতা খুব বড় শিক্ষক। ব্যর্থতার মধ্যে দিয়েই আমরা অনেক কিছু শিখি। অনেক সময়েই আমরা ব্যর্থতায় ভেঙে পড়ি। হতাশাকে আমাদের ঘাড়ে চেপে বসতে দিই। এটা করলে কিন্তু আমরা কোনও দিন ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারব না। ব্যর্থতা থেকে আমরা শিখব। সেই শিক্ষাকে সঙ্গী করেই এগিয়ে যাব। আমরা যা করছি তাতে যেন আমরা হতোদ্যম না হয়ে পড়ি সেটাও দেখতে হবে। আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ গ্রীষ্ম পড়েছে। যেখানে আমরা ঘরের মাঠে ৬টা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলব। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা সিরিজ খেলব। এই সিরিজ (ভারত) হেরে আমরা নিঃসন্দেহে হতাশ। তবে আমাদেরকে যদি ধর্তব্যের মধ্যে না আনেন তাহলে সেটা নিজেদের ঝুঁকিতে করবেন।'
ধরমশালাতে নিজের টেস্ট কেরিয়ারের ৭০০তম উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। দলের অভিজ্ঞ পেসারকে ভূয়সী প্রশংসায় ভরিয়েছেন বেন স্টোকস। তিনি জানিয়েছেন, ‘জিমি সবকিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। মাইলফলক গড়ার জন্য ও খেলে না। দলকে জেতানোর জন্য সবসময়ে ও মাঠে নামে। দলের জন্য, দলের সতীর্থদের জন্যও সবসময়ে নিজের সেরাটা নিংড়ে দেয়। ৭০০ উইকেট নেওয়ার পরেও কিন্তু ও সেইভাবে উদযাপন করেনি। খেলাটার অনবদ্য অ্যাম্বাসেডরও। যদি কেউ আমাকে প্রশ্ন করে যে পেসার হলে আমি কাকে অনুসরণ করতাম তাহলে আমি এক বাক্যে বলব আমি জিমিকে অনুসরণ করব। প্রথমেই আমি জিমির নাম নেব।'