শুভব্রত মুখার্জি: ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে ইংল্যান্ড দল। রাঁচি টেস্টের পরে তারা ইতিমধ্যেই ৩-১ ফলে পিছিয়ে রয়েছে। বাকি রয়েছে একমাত্র ধর্মশালা টেস্ট। ইংল্যান্ডের এই ব্যর্থতার অন্যতম কারণ তাদের প্রধান ব্যাটারদের অফ ফর্ম। ব্যাট হাতে চলতি সিরিজে অভিজ্ঞ ব্যাটাররা অনেকেই সময় মতো জ্বলে উঠতে পারেননি। যাদের মধ্যে অন্যতম জনি বেয়ারস্টো। কিপার ব্যাটারকে এই সিরিজে ইংল্যান্ড দল মূলত ব্যাটার হিসেবেই খেলিয়েছে। তাঁর উপর যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয়, সেই কারণে সিরিজে কিপিং করেছেন বেন ফোকস। এমন আবহে প্রথম তিন টেস্টে রান না পেলেও, রাঁচি টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন জনি বেয়ারস্টো। সেই বিষয়টি নিয়ে বলতে গিয়েই ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম আশা প্রকাশ করেছেন, নিজের ১০০তম টেস্টে ভালো পারফরম্যান্স করবেন ব্যাটার জনি বেয়ারস্টো।
আরও পড়ুন: BCCI-এর চোখ রাঙানিতে DY Patil T20 Cup-এ প্রত্যাবর্তন করলেও, নিরাশ করলেন ইশান কিষান
বেয়ারস্টোর মাইলস্টোন (শততম) টেস্ট নিয়ে বলতে গিয়ে ইংল্যান্ডের মিডিয়ার মুখোমুখি হয়ে ব্রেন্ডন ম্যাককালাম দাবি করেছেন, ‘জনি বেয়ারস্টোর জন্য এটা (১০০তম টেস্ট) খুব ইমোশনাল মুহূর্ত হতে চলেছে। সবাই জনির গল্পটা জানে। ও একজন খুব আবেগপ্রবণ চরিত্র।এইরকম বড় বড় মাইলফলক ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে (রাঁচি টেস্টে) ওকে ব্যাট হাতে অনেক বেশি শক্তিশালী, আত্মবিশ্বাসী মনে হয়েছে। আর ও যখন এমন মুডে থাকে, তখন কিন্তু ওর ব্যাটে বড় রান খুব বেশি দেরি নেই।’
আরও পড়ুন: বিপাকে পড়ে তড়িঘড়ি Ranji Trophy-র সেমিতে খেলছেন শ্রেয়স, তামিলনাড়ু টিমে সুন্দরও
অলি রবিনসনকে নিয়ে বলতে গিয়ে ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, ‘এই রাঁচি টেস্টের আগে যেভাবে ও নিজেকে তৈরি করেছে তা খুব ভালো। টেস্ট ম্যাচে সেটা ওর খেলা দেখেই বোঝা গিয়েছে। আগের থেকে ও অনেক উন্নতি করেছে। ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে ও। তবে এই টেস্টে বল হাতে ও হতাশ করেছে। সবাইকে যতটা না ও হতাশ করেছে, ও নিজেকে বেশি হতাশ করেছে, এটা আমি বলতেই পারি।’ রাঁচি টেস্টের প্রথম ইনিংসে অলি রবিনসন ১২ ওভার বোলিং করেন। তবে রবিনসন কোনও উইকেট পাননি। তবে দ্বিতীয় ইনিংসে অলি রবিনসনকে আর বল করাননি বেন স্টোকস। প্রসঙ্গত, ইংল্যান্ডের ব্যাজবল জমানায় তারা এই প্রথম কোনও টেস্ট সিরিজ হারল। পঞ্চম টেস্ট শুরুর আগেই সিরিজে ভারত ইতিমধ্যেই এগিয়ে রয়েছে ৩-১ ফলে।