বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG : আমি যেভাবে খেলি, সেভাবেই খেলব- শট নির্বাচন নিয়ে সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না জো রুট

IND vs ENG : আমি যেভাবে খেলি, সেভাবেই খেলব- শট নির্বাচন নিয়ে সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না জো রুট

জো রুট। ছবি: এএফপি

জো রুটের শট নির্বাচন নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনা চলছে। এর মাঝেই আবার ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরাহের বলে রিভার্স-স্কুপ মারার চেষ্টা করতে গিয়ে আউট হয়েছিলেন রুট। তার পর থেকে সেই সমালোচনা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে।

সম্প্রতি জো রুটের ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে তাঁর শট নির্বাচন নিয়ে। রাজকোটে তৃতীয় টেস্টে আবার জসপ্রীত বুমরাহের বলে রিভার্স-স্কুপ মারার চেষ্টা করতে গিয়ে আউট হয়েছিলেন রুট। তার পর থেকে সেই সমালোচনা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে।

ইংল্যান্ডের বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা তো জো রুটের শট নির্বাচন নিয়ে ক্ষোভ উগরাচ্ছেন। একটি ব্রিটিশ দৈনিকের একজন লেখক বুমরাহের বলে মারা রিভার্স- স্কুপ শটটিকে ‘ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খারাপ, সবচেয়ে বোকা শট’ বলে উল্লেখ করেছেন। সেই ম্যাচে রুটের আউট হওয়ার পরেই খেলার রং বদলে গিয়েছিল। রুট অবশ্য জোর দিয়ে বলেছেন যে তাঁর শট নির্বাচন নিয়ে কোনও অনুশোচনা নেই।

আরও পড়ুন: চূড়ান্ত ব্যর্থ KKR তারকা, তবু ৯৩ রান করলেই রঞ্জির ফাইনালে উঠবে পণ্ডিতের দল, বিদর্ভেরও বড় সুযোগ রয়েছে

স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে একটি কথোপকথনে রুট বলেছেন, ‘এই সিরিজে আমি কী ভাবে আউট হচ্ছি এবং আমার জন্য কী সেরা, তা নিয়ে লোকেদের নিজস্ব মতামত থাকবেই। তবে যে কোনও পরিস্থিতিতেই আমি যে ভাবে সেরা মনে করছি, সেভাবে খেলা চালিয়ে যেতে যাই। আমার নিজের খেলা সম্পর্কে যতটা ভালো জানি, ততটা ভালো অন্য কেউ জানে না। আমি যেখানে পৌঁছতে পেরেছি, তার কারণ হল, আমি সব সময়ে ভালো খেলার, উন্নতি করার এবং বিকশিত হওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছি।’

আরও পড়ুন: অন্ধকার নেমে এসেছিল জীবনে, ভাবিনি ফিরতে পারব- ১০০তম টেস্ট খেলতে নামার আগে গোড়ালির চোটের আতঙ্ক নিয়ে মুখ খুললেন বেয়ারস্টো

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের আগে রুট একেবারেই ফর্মে ছিলেন না। তাঁর গড় ছিল মাত্র ১২.৮৩। তবে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন জো রুট। তবে ব্যাজবল ক্রিকেট খেলে নয়। নিজের স্টাইলে টেস্ট ক্রিকেট খেলেই। তিনি ২৭৪ বলে ১২২ রান করেন। তবে রাঁচি টেস্টেও জিততে পারেনি ইংল্যান্ড।

জো রুট আরও বলেছেন, ‘আমার নিজের কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ পর্যন্ত আমি যে রকম পারফরম্যান্স করতে চেয়েছি, তা পারিনি। আমি রানের ঘাটতি অনুভব করেছি, আমার মনে হয়েছে আমি অবদান রাখতে পারিনি। ভারত এমন একটি জায়গা, যেখানে আমি ব্যাটিং করতে পছন্দ করি এবং এখানে আমি আগে খেলে সাফল্যও পেয়েছি। আমি শুধু আমার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছি। আমি সেই পরিস্থিতি এবং সেখানকার অবস্থা (রাঁচিতে) দেখেছি, এবং এর জন্য উজ্জ্বল কিছুর প্রয়োজন ছিল না। এটির জন্য এমন একজনের প্রয়োজন, যে পুরো ইনিংস জুড়ে অবিচল থাকতে পারবে। নিজেকে সংযত রেখে উইকেটে টিকে থাকতে হত।’

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.