মধ্যপ্রদেশের ব্যাটসম্যান রজত পতিদারের সম্ভবত ভাইজাগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হতে পারে। ইতিমধ্যেই রজত পতিদারের ভারতের হয়ে ওডিআই-এ অভিষেক হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে, ২ ফেব্রুয়ারি, শুক্রবার যদি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক হয়, সেটা তাঁর জন্য বিশাল বড় বিষয় হবে। এবং তিনি এই নিয়ে বেশ উত্তেজিত।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে, রজত পতিদার বলেছেন যে, প্রথম বার টেস্ট স্কোয়াডে ডাক পাওয়াটাই তাঁর কাছে বড় বিষয় ছিল। রজত পতিদার অ্যাকিলিস হিল ইনজুরিতে ভোগার জেরে ২০২৩ মরশুমের একটি বড় সময়ে ২২ গজের বাইরে কাটিয়েছেন। তিনি ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও খেলতে পারেননি। যেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির জন্য একটি বড় ধাক্কা ছিল।
আরও পড়ুন: শুভমন, শ্রেয়সরা ব্যাট হাতে টেস্টে ব্যর্থ, জায়গা কি ফস্কে যাবে? কী বললেন ভারতের ব্যাটিং কোচ?
রজত পতিদার বিসিসিআই-এর একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ‘আমার সুস্থ হওয়ার পরেই প্রথম বার টেস্ট দলে ডাক পাওয়াটা সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল। টেস্ট ক্রিকেটে আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন। সেই ডাক পেয়ে খুব ভালো লেগেছিল। আমি ভারতের এ দলের হয়ে ম্যাচ খেলছিলাম এবং সত্যিই খুব ভালো মনে হয়েছিল।’
স্পিন বোলিংয়ের বিরুদ্ধে রজত পতিদার শক্তি যোগ করবে বলে আশা করা হচ্ছে। পতিদার জানিয়েছেন, তিনি ভারতীয় দলে যোগ দেওয়ার পর, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার কাছ থেকে নানা কৌশল শিখেছেন।
তাঁর দাবি, ‘আমি ভারতের কিছু খেলোয়াড়ের সঙ্গে ঘরোয়া সার্কিটে অনেক ম্যাচ খেলেছি। গত ২ সিরিজ থেকে আমি রাহুল দ্রাবিড় স্যারের সঙ্গে যোগাযোগ রাখছি। রোহিত শর্মার সঙ্গে আগে খুব বেশি কথা হয়নি। কিন্তু এই সফরে, আমি ওঁর থেকে পরামর্শ পেয়েছি। বিভিন্ন কন্ডিশনে কী ভাবে ব্যাট করতে হয়, তা নিয়ে কথা হয়েছে, যা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’
রজত পতিদার সাধারণত আক্রমনাত্মক মেজাজেই ব্যাট করে থাকেন। এবং তিনি জানিয়েছেন, নিজের স্বাভাবিক খেলার উপরই তিনি বিশ্বাস রাখতে চান। এবং তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকেও কিছু কৌশল শিখেছেন।
আরও পড়ুন: রজত পতিদার বনাম সরফরাজ খান- কে সুযোগ পাবেন বিশাখাপত্তনমে? মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ
রজত পতিদার যোগ করেছেন, ‘আমার একটি আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল আছে এবং আমার ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর থেকেই এই রকম ব্যাটিং করছি। আমার সেই রকমই খেলার অভ্যেস আছে এবং আমি অনেক কিছু পরিবর্তন করিনি। রোহিত শর্মার কাছ থেকে ফিল্ড প্লেসমেন্ট কী ভাবে সামলাতে হয়, তা শিখছি।’
বিরাট কোহলির কাছ থেকে ক্রিকেট শেখার বিষয়ে জানতে চাইলে এই ব্যাটসম্যান বলেন, তাঁকে দেখে অনেক কিছু শেখার আছে। পতিদার প্রকাশ করেছেন যে, যখনই বিরাট কোহলি নেটে ব্যাট করেন, তখন তিনি নেটের পিছনে দাঁড়িয়ে তাঁর কৌশলের দিকে মনোনিবেশ করেন।
পতিদার খোলামেলা ভাবেই বলেছেন, ‘যখনই বিরাট কোহলি নেটে ব্যাট করেন, আমি ওঁর পিছনে দাঁড়িয়ে গতিবিধি লক্ষ্য করি। বিশেষ করে ওঁর পায়ের কাজ এবং বলগুলির বিরুদ্ধে শরীরের নড়াচড়া ভালো করে দেখি। এবং সেগুলি নিজের খেলায় যোগ করার চেষ্টা করছি।’