চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। যদিও তিনি প্রথম টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন। কিন্তু রাতারাতি আবার দলও ছেড়েছেন। পরে জানা গিয়েছে পারিবারিক কাজের জন্য তিনি বাড়ি ফিরেছেন। ফলে কোহলির বাড়ি যাওয়া নিয়ে একটা জল্পনা দেখা দেয়। জল্পনা আরও বাড়িয়েছে, তিনি প্রথম টেস্ট থেকে নাম প্রত্যাহার করাকে ঘিরে। কারণ বিরাট কোহলির মতো একজন হেভিওয়েট ক্রিকেটার ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে নাম সরিয়ে নিয়েছে, স্বাভাবিক ভাবেই একটা শোরগোল পড়ে যায়।
সময় যত বেড়েছে, ততই সেই জল্পনা আরও বেড়েছে। কারণ এক এক করে তিনি সব ম্যাচ থেকেই সরে দাঁড়ান। এই সিরিজ চলাকালীন এবি ডিভিলিয়ার্স সোশ্যাল মিডিয়ায় বিরাট দ্বিতীয় সন্তানের সম্ভাবনার কথা বলেন। এই প্রোটিয়া কিংবদন্তির এই মন্তব্য বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে দেয়। যদিও পরে এবিডি নিজের সেই বক্তব্য যে ভুল তা প্রকাশ্যে বলেন। কিন্তু তিনি যে ভুল ছিলেন না, তা জানা যায় দিন কয়েক পরেই। কারণ বিরাট-অনুষ্কার কোলে দ্বিতীয় সন্তান আসে। ফলে তখন থেকে স্পষ্ট হয়ে যায় ঠিক কী কারণে বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন।
বিরাট না থাকলেও ভারতের খুব একটা সমস্যা হয়েছে বলে একেবারেই বলা যাবে না। কারণ প্রথম টেস্ট হারলেও বাকি তিন ম্যাচ জিতে নেওয়ায় সিরিজ ইতিমধ্যেই পকেটে তুলে নিয়েছে ভারত। ফলে ধরমশালা টেস্ট দুই দলের কাছেই নিয়মরক্ষার। যদিও এই টেস্টে বিরাটকে বেশ ভালো ভাবেই মিস করেছেন ইংল্যান্ড দলের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। তিনি বলেছেন, বিরাট নেই এটা খুবই দুর্ভাগ্যজনক।
বিরাট প্রসঙ্গে জেমস অ্যান্ডারসন বলেন, 'সবাই সব সময় চায়, যাতে প্রতিপক্ষ দলে ভালো ক্রিকেটার থাকুক। তাহলে লড়াইটা বেশ ভালো হয়। বিগত কয়েক বছর ধরে আমরা খুব ভালো লড়াই করেছি। এই সিরিজে বিরাটের না থাকাটা সত্যি খুব লজ্জার বিষয়। আমাদের মধ্যেকার লড়াই দেখতে সবাই পছন্দ করে। ও সত্যি খুব বড় মাপের একজন ক্রিকেটার। বিরাটের না থাকায় আমাদের অনেক সমর্থকই খুশি হতে পারে। কিন্তু আমার কাছে লড়াইটাই আসল। সেরাদের বিরুদ্ধে লড়াই করার একটা আলাদা মজা রয়েছে। যা এই টেস্টে আমি মিস করেছি।'
প্রসঙ্গত, এই জিমি অ্যান্ডারসনই বিরাটকে এর আগে ১০ বার আউট করেছেন। আবার বিরাট কোহলিও এই ইংরেজ তারকার বিরুদ্ধেই ৩৩১ রান করেছেন। স্বাভাবিক ভাবেই এই দুই তারকার মধ্যে যে লড়াই চোখে পড়ার মতো তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে সিরিজ নিজেদের দখলে নিয়ে নিয়েছে ভারত। ধরমশালার পরিবেশ যা তাতে বলা যেতেই পারে ইংল্যান্ড নিজেদের হোম ম্যাচে নামবে। এখন এটাই দেখার সিরিজের শেষ ম্যাচ কোন দল জেতে।