বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: কী করছিল ও? দায়সারা শট খেলে আউট শ্রেয়স- প্রচন্ড রেগে গেলেন কেভিন পিটারসেন

IND vs ENG: কী করছিল ও? দায়সারা শট খেলে আউট শ্রেয়স- প্রচন্ড রেগে গেলেন কেভিন পিটারসেন

কেভিন পিটারসেন ও শ্রেয়স আইয়ার

কেভিন পিটারসেন বলেন, ‘দেখুন এখন কোহলি খেলছে না। যখন কোহলি ফিরে আসবে, রাহুল ফিরে আসবে,অন্যান্যরা ফিরে আসবে তখন এই দিনগুলোর দিকে এই ছেলেগুলো (বর্তমানে যারা খেলছে) ফিরে তাকাবে এবং উপলব্ধি করবে তারা কী ফেলে গেল। কী সুযোগ তারা নষ্ট করল। আমি দুঃখিত শ্রেয়সকে দেখে খুব দায়সারা মনে হয়েছে।’

শুভব্রত মুখার্জি:- বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। প্রথম ম্যাচে ভারতকে ২৮ রানে হারানোর পরে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ইংল্যান্ড দল। বিশাখাপত্তনমে প্রথম দিন শেষে আপাতত এগিয়ে রয়েছে ভারতীয় দল। যশস্বী জসওয়ালের দুরন্ত শতরানে ভর করে ভারতীয় দল ৬ উইকেটে ৩৩৬ রান করেছে। তবে যশস্বী রান পেলেও বাকি ভারতীয় ব্যাটাররা কেউ বড় রান করতে পারেননি। উইকেটে সেট হয়ে যাওয়ার পরেও কার্যত নিজেদের উইকেট তারা ছুঁড়ে দিয়ে চলে এসেছে। বিশেষ করে শ্রেয়স আইয়ার একেবারেই দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। শ্রেয়সের এই দায়সারা গোছের ক্রিকেটে একেবারেই খুশি নন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন। শ্রেয়সের উপর প্রচন্ড রেগে গেলেন কেপি।

বিরাট কোহলি, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিং লাইন আপের দায়ভার অনেকটাই নির্ভর করেছিল শ্রেয়স আইয়ারের উপরে। এরপরেও এদিন যে শট খেলে তিনি আউট হলেন তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এরপরেই শ্রেয়স আইয়ারকে একেবারে তুলোধুনো করেছেন কেপি। তাঁর মতে শ্রেয়সের যেন কোন ইচ্ছাই নেই ভারতীয় টেস্ট দলের হয়ে নিয়মিতভাবে খেলার। এদিন ৫৯ বল খেলে মাত্র ২৭ রান করে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। তাঁর ইনিংস সাজানো ছিল মাত্র তিনটি বাউন্ডারিতে। স্পিন বা পেসের বিরুদ্ধে মাঝেমধ্যে আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও এদিন কোথাও যেন শ্রেয়সের ব্যাটিংয়ে সেই আত্মবিশ্বাসের অভাব পরিলক্ষিত হয়েছে।

এদিন ভারতীয় ইনিংসের ৫১ তম ওভারে আউট হন শ্রেয়স। একদিকে যখন দুরন্ত ফর্মে রয়েছেন যশস্বী তখন কার্যত নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন শ্রেয়স আইয়ার। টম হার্টলের বলে কাট মারতে গিয়ে এজ লেগে কিপার বেন ফোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। জিও সিনেমায় এই আউটটি নিয়ে বলতে গিয়ে কেভিন পিটারসেন বলেন, ‘দেখুন এখন কোহলি খেলছে না। যখন কোহলি ফিরে আসবে, রাহুল ফিরে আসবে,অন্যান্যরা ফিরে আসবে তখন এই দিনগুলোর দিকে এই ছেলেগুলো (বর্তমানে যারা খেলছে) ফিরে তাকাবে এবং উপলব্ধি করবে তারা কী ফেলে গেল। কী সুযোগ তারা নষ্ট করল। তারা নিশ্চয় একদিন ভাববে ওই দিন আমি শতরান করতে পারতাম। কেন আমি শতরান পেলাম না? নিশ্চয় এটা ওদেরকে ভাবাবে। এরপর যখন ওই রকম দায়সারা, দায়িত্বজ্ঞানহীনভাবে খেলাটা (শ্রেয়সের প্রতি ইঙ্গিত) আমরা খেলতে দেখি তখন এটা আমাকে একেবারেই খুশি করে না। এই সুযোগগুলি দুহাতে নিতেই হবে। এই সুযোগ কোনভাবেই ছেড়ে দেওয়া ঠিক নয়। আমি দুঃখিত, শ্রেয়সকে দেখে খুব দায়সারা মনে হয়েছে।’

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন? ‘রেপ-টেপ’ বলে ট্রোল হওয়া ডোনার ষষ্ঠী লন্ডনে, সাজুগুজু জম্পেশ, সঙ্গে মেয়ে সানাও 'আরজি করে তাণ্ডব চালানোর ঘটনায় ধৃতদের মালা পরিয়ে বরণ মীনাক্ষী-সহ DYFI কর্মীদের' মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.