শুভব্রত মুখার্জি:- শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লুসিএল)। ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে ইংল্যান্ডের এজবাস্টন শহরে। আগামী গ্রীষ্মেই আয়োজন করা হবে এই টু্র্নামেন্ট। এই টুর্নামেন্টেই খেলতে দেখা যাবে প্রাক্তন ভারতীয় তারকা তথা ভারতের শেষ ওডিআই বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংকে। তাঁর পাশাপাশি এই টুর্নামেন্টে খেলবেন পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। খেলবেন প্রাক্তন ইংরেজ তারকা তথা ব্যাটার কেভিন পিটারসেনও। ঘটনাচক্রে এই টুর্নামেন্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবির তরফে।
প্রসঙ্গত অবসর নিয়ে ফেলেছেন অথবা কোন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নন এমন কিছু ক্রিকেটারকে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের পুরো পরিকল্পনা করেছে জাবাওয়া এন্টারটেইনমেন্ট। বলিউডের ছবি এবং সঙ্গীত প্রোডাকশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই কোম্পানি। ভারত এবং দুবাইতে ব্যবসায়িক কর্মকাণ্ড রয়েছে এই কোম্পানির। ১৯৯০ এবং ২০০০'র দশকের তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। সেই চুক্তি স্বাক্ষর হয়ে গেলেই ক্রিকেটারদের তালিকা অফিসিয়ালি ঘোষণা করা হবে।
এই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে ৩ জুলাই থেকে। জাবাওয়া এন্টারটেইনমেন্টের ডিরেক্টর হর্ষিত টোমার জানিয়েছেন, ‘ইসিবির সমর্থন পেয়ে আমরা গর্বিত। সাম্প্রতিক সময়ের এই ঘোষণা এই টুর্নামেন্টকে আরও মর্যাদা দেবে। ইসিবির এই টুর্নামেন্টকে মর্যাদা দেওয়া টপ টিয়ার টুর্নামেন্টের মধ্যে এই প্রতিযোগিতাকে জায়গা করে দেবে নিঃসন্দেহে। প্রাক্তন ক্রিকেটীয় চ্যাম্পিয়নদের জন্য এটা একটা দারুণ মঞ্চ। তাদের কাছে ফের একবার ২২ গজে নতুন কিছু করে দেখানোর, ফের একবার ম্যাজিক তৈরি করার মঞ্চ এটা।’ এজবাস্টনের চিফ এক্সিকিউটিভ স্টুয়ার্ট কেন জানিয়েছেন, ‘এজবাস্টনের কাছে এই টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত গর্বের বিষয়। প্রাক্তন চ্যাম্পিয়নদের হোস্ট করতে আমরা মুখিয়ে রয়েছি। এই টুর্নামেন্টে ভালো উইকেট প্রস্তুত করতে আমরা বদ্ধ পরিকর। সকলকে এন্টারটেইনমেন্ট দিতে আমরা মুখিয়ে রয়েছি।’