বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: যশস্বী তোমার থেকে নয়, জীবন থেকে শিখেছে, তোমরা পারলে ওর থেকে শিক্ষা নাও- ডাকেটকে উচিত শিক্ষা দিলেন নাসের

IND vs ENG: যশস্বী তোমার থেকে নয়, জীবন থেকে শিখেছে, তোমরা পারলে ওর থেকে শিক্ষা নাও- ডাকেটকে উচিত শিক্ষা দিলেন নাসের

যশস্বী জয়সওয়াল, নাসের হুসেন এবং বেন ডাকেট।

যশস্বী জয়সওয়ালের ইনিংসের কৃতিত্ব নাকি ইংল্যান্ডেরই। এমনই আজব দাবি করেছিলেন বেন ডাকেট। তবে ডাকেটের এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে চলেছে। ইংল্যান্ডের প্রাক্তন প্লেয়াররাও ডাকেটের তীব্র সমালোচনা করছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন থেকে মাইকেল ভন- প্রত্যেকেই বেন ডাকেটকে এক হাত নিয়েছেন।

তৃতীয় ভারতীয় হিসেবে পরপর দুই টেস্টে দুরন্ত ছন্দে দ্বিশতরান করেছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ড সিরিজে তিনি ইতিহাস গড়ে ফেলেছেন। তবে তাঁর এই ইনিংসের কৃতিত্ব নাকি ইংল্যান্ডেরই। এমনই আজব দাবি করেছিলেন বেন ডাকেট। তবে ডাকেটের এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে চলেছে। ইংল্যান্ডের প্রাক্তন প্লেয়াররাও ডাকেটের তীব্র সমালোচনা করছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন থেকে মাইকেল ভন- প্রত্যেকেই বেন ডাকেটকে এক হাত নিয়েছেন।

রাজকোট টেস্টে তৃতীয় দিনের খেলার পরে যশস্বী জয়সওয়ালের ঝোড়ো মেজাজে ব্যাটিং নিয়ে ডাকেট মন্তব্য করেছিলেন, ‘বিপক্ষ দলের ক্রিকেটারদের যখন এরকম আগ্রাসী মেজাজে খেলতে দেখি তখন মনে হয় এই ইনিংসে আমাদেরও খানিকটা কৃতিত্ব রয়েছে। কারণ অন্যরা যেভাবে টেস্ট খেলে, তার থেকে খানিকটা আলাদা ভাবে ব্যাট করেছে ওরা। অন্য বেশ কয়েকটা দলও আগ্রাসী মেজাজে ব্যাট করছে সেটাও দেখতে ভালো লাগছে।’

আরও পড়ুন: পরের ফ্লাইট ধরে বাড়ি চলে যাও- রাজকোটে লজ্জার হারের পর ইংল্যান্ডের ব্যাজবল নীতিকে তীব্র কটাক্ষ শ্রীকান্তের

ইংল্যান্ড ওপেনারের এই মন্তব্য মোটেও ভালো ভাবে নেননি প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক নাসের হুসেন। তিনি ডাকেটের তীব্র নিন্দা করেছেন এবং তাঁর আত্মদর্শনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন।

স্কাই স্পোর্টসে নাসের হুসেন বলেছেন, ‘ও (জয়সওয়াল) তোমার কাছ থেকে শেখেনি। ও ওর বেড়ে ওঠা থেকেই শিখেছে। এভাবে তৈরি হতে ওকে কঠিন লড়াই করতে হয়েছে। বরং ইংল্যান্ডের প্লেয়ারদের ওকে দেখে, ওর থেকে শেখা উচিত। আমি মনে করি, নিজেদের আত্মদর্শনের উদয় হওয়া ভালো। অন্যথায় ও (বেন ডাকেট) নিজেকে মহান ভাবতে শুরু করবে। আমি মনে করি, বর্তমানে এই ব্যাজবল কৌশল নিয়েও ইংল্যান্ড দলের শেখার এবং উন্নতির জায়গা রয়েছে।’

আরও পড়ুন: রাঁচিতে বুমরাহ না খেললে কি এক পেসার নিয়ে নামবে ভারত? রাহুল ফিরলেই বাদ পতিদার

শুধু নাসের হুসেন একা নন, বেন ডাকেটের এই ধরনের মন্তব্যের পর ইংল্যান্ডের আর এক প্রাক্তন তারকা মাইকেল ভনও তাঁকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘বেন ডাকেট বলেছিল, যত বেশি রান হবে ততই ভালো। যশস্বীর আগ্রাসী ব্যাটিং প্রসঙ্গেও মন্তব্য করেছে ডাকেট। ক্রিকেট ইতিহাসে আর যেন কেউ আগ্রাসী ক্রিকেট খেলেনি? ওরা ড্র করতে চায় না। আমার মতে, এতে টেস্ট ক্রিকেটকে অশ্রদ্ধা করা হচ্ছে। কারণ ড্র করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফলাফল। পাঁচ টেস্টের সিরিজ অনেক সময়ে দারুণ কিছু সিরিজ জয়ের নজির গড়েছে। অন্যদের বোকা ভাবাটা ঠিক নয়।’

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে যশস্বীর ফর্ম যেন ধরাছোঁয়ার বাইরে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮০ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে কঠিন পরিস্থিতিতে যশস্বীর ব্যাট থেকে আসে অনবদ্য ডাবল সেঞ্চুরি। সেই ইনিংসই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। এর পর তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তরুণ ব্যাটারের দ্বিশতরান যেন বিশাখাপত্তনমের ইনিংসকেও ছাপিয়ে গিয়েছে। মাত্র ২৩৬ বলে ২১৪ করে অপরাজিত থাকেন যশস্বী।

ক্রিকেট খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.