বিরাট কোহলি এবং কেএল রাহুল নেই, তাতেও ভারতীয় দলকে কোনও সমস্যায় পড়তে হয়নি। ভারতের উদীয়মান তারকা যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খান ভারতের ব্যাটিংয়ের শূন্যতা পূরণ করেছেন। যার জেরে রোহিত শর্মা ব্রিগেড রবিবার রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে। জয়সওয়ালের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার জন্য রেকর্ড জয় এনে দিয়েছে। আর এর পরেই ইংল্যান্ডের ব্যাজবল নিয়ে খোঁচা দিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি রসিকতা করে বলেছেন যে, ইংল্যান্ড পরবর্তী ফ্লাইট ধরে বাড়ি যেতে পারে।
আরও পড়ুন: রাঁচিতে বুমরাহ না খেললে কি এক পেসার নিয়ে নামবে ভারত? রাহুল ফিরলেই বাদ পতিদার
শ্রীকান্ত তাঁর শো-তে বলেছেন, ‘যদি সম্ভব হয়, ওরা পরের ফ্লাইট ধরে বাড়ি যেতে পারে। তবে ওদের বাকি দু'টি টেস্ট খেলতে হবে। আমার প্রশ্ন, এই ব্যাজবল এবং এই সমস্ত তত্ত্ব, যা তারা প্রচার করেছে, এটি কীভাবে, কোথায় কাজ করেছে? এটা কি অ্যাশেজে কাজ করেছে? ইংল্যান্ড এভাবে খেলতে থাকলে, কোনও কৌশলই কাজ করতে পারে না। এই ব্যাজবল তত্ত্ব নিয়ে অনেক হাইপ ছিল। এই সব কথা বলার জন্য, আমি মনে করি, এই কন্ডিশনে ওদের ব্যাট করার দক্ষতা দরকার। বল করার জন্য প্রতিভা দরকার।’
আরও পড়ুন: প্রতিদিন ৫০০ করে বল খেলেছেন, স্পিনের বিরুদ্ধে অভিজ্ঞতা অর্জন করতে ১৬০০ কিমি সফর করেছেন সরফরাজ
ভারতের মাটিতে ব্যাজবল কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ব্যাজবলের অর্থ টেস্টেও টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করা। টেস্টে এই পদ্ধতিতেই ক্রিকেট খেলছে ইংল্যান্ড। কিন্তু ভাইজ্যাগের পর রাজকোটেও এই স্টাইলে ক্রিকেট খেলতে গিয়ে ডুবতে হয়েছে বেন স্টোকসদের। পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড দারুণ ভাবে রাজ করেছে ব্যাজবল স্টাইলে ক্রিকেট খেলে। তবে ভারতে পরপর দুই ম্যাচেই মুখ পুড়ল তার।
পরপর দুই টেস্টে হারের পর অনেকেই মনে করছেন যে, বেন স্টোকসদের ব্যাজবলের নীতি থেকে বেরিয়ে আসা উচিত। অনেকের দাবি, ব্রেন্ডন ম্য়াকালামদের ব্যাজবলের নীতি পরিবর্তন করা প্রয়োজন। রাজকোটে ভারতের দেওয়া ৫৫৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায়। সর্বোচ্চ ৩৩ রান করেন মার্ক উড। তাও মাত্র ১৫ বলে।
উইকেট হারানোর পরেও, রাজকোটে ইংল্যান্ড ব্যাজবল খেলা থামায়নি। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিও স্পর্শ করতে পারেননি। একাই ৫ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ভিত নড়িয়ে দেন রবীন্দ্র জাদেজা। ৪৩৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। এর পরেও অবশ্য ব্যাজবলের নীতি থেকে সরছে না ইংল্যান্ড।