বাংলা নিউজ > ক্রিকেট > IND vs IRE: শাহরুখকে রিঙ্কুর উপহার, তৃতীয় ম্যাচে বিষ্ণোই উইকেট পেলেই 'কিং খানের' দেখা মিলতে পারে মাঠে, কীভাবে?

IND vs IRE: শাহরুখকে রিঙ্কুর উপহার, তৃতীয় ম্যাচে বিষ্ণোই উইকেট পেলেই 'কিং খানের' দেখা মিলতে পারে মাঠে, কীভাবে?

রবি বিষ্ণোই ও রিঙ্কু সিং। ছবি- বিসিসিআই।

জাতীয় দলে থেকেও KKR মালিককে ভুলতে পারেননি রিঙ্কু সিং। সতীর্থ রবি বিষ্ণোইয়ের কাছে অদ্ভুত আব্দার টিম ইন্ডিয়ার নতুন তারার।

শুক্রবার ইন্ডিয়া ক্যাপ হাতে পাওয়া থেকে রবিবার প্রথমবার দেশের হয়ে ব্যাট করতে নেমেই ম্যাচের সেরার পুরস্কার। রিঙ্কু সিংয়ের ক্রিকেট কেরিয়ার নতুন মোড় নিয়েছে সন্দেহ নেই। কেকেআরের হয়ে আইপিএলেই হোক অথবা উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে, ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন তিনি। যার পুরস্কার হিসেবেই জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পেরেছেন রিঙ্কু।

আইপিএলই যে রিঙ্কু সিংকে আলাদা পরিচিতি এনে দিয়েছে, এ বিষয়ে সন্দেহ প্রকাশ করবেন না কেউই। তবে রিঙ্কু নিজে বিশ্বাস করেন যে, মাত্র ৫টি বলেই তার জীবন বদলে গিয়েছে। আসলে আইপিএলে যশ দয়ালকে পরপর ৫টি ছক্কা হাঁকিয়ে কলকাতাকে ম্যাচ জেতানোর পরেই যে লোকে তাঁকে নিয়ে নাচানাচি করতে শুরু করেছেন, সেটা মেনে নেন রিঙ্কু নিজেই।

ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দেশের হয়ে প্রথমবার মাঠে নামেন রিঙ্কু সিং। তবে সেই ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি তাঁর। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ হয়। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রিঙ্কু।

ম্যাচের শেষে রবি বিষ্ণোইয়ের সঙ্গে বিসিসিআই টিভির আলোচনায় রিঙ্কু স্পষ্ট জানান যে, আইপিএলের ৫টি ছক্কাই তাঁর জীবন বদলে দিয়েছে। বিষ্ণোই শুরুতেই অনুরাগীদের সঙ্গে রিঙ্কুর পরিচয় করিয়ে দেন এই বলে যে, প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পেলে সেই ম্যাচেরও সেরা হতেন রিঙ্কু।

আরও পড়ুন:- T20I-তে মেডেন নেওয়ার বিরল রেকর্ড বুমরাহর, ভুবনেশ্বরের নজিরে ভাগ বসালেন জসপ্রীত

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে আবির্ভাবেই ম্যাচের সেরা হওয়ার অনুভূতি প্রসঙ্গে রিঙ্কু বলেন, ‘খুব ভালে লাগছে। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি। আমি ব্যাট করতে নামার জন্য মুখিয়ে ছিলাম। যাই হোক, আমরা ম্যাচ জিতে যাই। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ আসে। ভাবনা ছিল এটাই যে, আইপিএলের মতো এখানেও শেষ পর্যন্ত ব্যাট করব। আইপিএলে শেষ পর্যন্ত ইনিংস টেনে নিয়ে যেতাম। শেষ ২ ওভারে ব্যাট চালাতাম। চেষ্টা করছিলাম নিজেকে শান্ত রাখার।’

বিষ্ণোই পরক্ষণেই বলেন যে, ইডেনেও যেমন রিঙ্কু-রিঙ্কু আওয়াজ শোনা যাচ্ছিল, এখানেও তেমনই রিঙ্কুর নাম ধরেই সবাই চিৎকার করছেন। আইপিএলের মতোই দর্শকদের সমর্থন পেয়ে কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে রিঙ্কু বলেন, ‘খুব ভালো লাগছে। ওই ৫টি ছক্কার পরে জীবন অনেক বদলে গিয়েছে। লোকে ওই ৫টি ছক্কাতেই আমাকে মনে রেখেছে। দর্শকরা নাম ধরে চিৎকার করলে ভালো লাগে। আইপিএলেও এমনটা হয়েছিল, এখানেও তাই।’

আরও পড়ুন:- নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাচ্ছে UAE, ফ্র্যাঞ্চাইজি লিগকে কৃতিত্ব দিলেন অশ্বিন

চমক ছিল সাক্ষাৎকারের শেষে। রিঙ্কু বিষ্ণোইয়ের কাছে পালটা জানতে চান যে, উইকেট নেওয়ার পরে দু'দিকে হাত ছড়িয়ে সেলিব্রেশনের রহস্য কী? জবাবে বিষ্ণোই জানান, ঈশ্বরের কৃপায় উইকেট মিলছে। তাই ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানাতেই এমন সেলিব্রেশন করেন তিনি।

ঠিক তখনই বিষ্ণোইয়ের কাছে একটি আব্দার করে বসেন রিঙ্কু। তিনি বলেন যে, শাহরুখ খানকেও দু'দিকে হাত ছড়িয়ে এমনই পোজ দিতে দেখা যায়। তাই এর পরে উইকেট পেলে যেন শাহরুখের মতো করে সেলিব্রেট করেন বিষ্ণোই। বিষ্ণোই রিঙ্কুকে এই বলে আশ্বস্ত করেন যে, পরেরবার উইকেট পেলে তিনি শাহরুখের ঢংয়ে সেলিব্রেট করার চেষ্টা করবেন। এখন দেখার যে, সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে বিষ্ণোই উইকেট পেলে রিঙ্কুর আব্দার রাখতে কিং খানকে নকল করেন কিনা।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

হীরামান্ডি, শয়তান: এই সপ্তাহান্তে OTT-তে এসেছে কোন ছবি-সিরিজ? আমরাই চ্যাম্পিয়ন হব- সমর্থকদের ফাইনাল জেতার আশ্বাসবাণী দিলেন দিমিত্রি পেত্রাতোস 'সমবয়সী একজন অভিনেতা সব ছবিতে আছেন, আর আমি...', দীপঙ্করের নিশানায় কি পরাণ? ‘গালে বা কপালে চুমু..', বাথরুমে রোম্যান্সে মজে রাণী-দুর্জয়, সমালোচনার জবাব অর্কর 'শাহজাদা ভয়ে আমেঠি ছেড়ে পালিয়েছে…', বাংলার মাটি থেকে রাহুলকে কড়া কটাক্ষ মোদীর অসুস্থ চিত্র সেন হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন? মাকে নিয়ে মুখ খুললেন কৌশিক সেন বিতর্কের মধ্যে রাজভবন ছাড়লেন রাজ্যপাল, সফর পূর্বনির্ধারিত বলছে তাঁর অফিস বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছে তৃণমূল সরকার: নরেন্দ্র মোদী এবার সুভাষ সরকারের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দিল বিক্ষুব্ধরা, চুপ বিজেপি নেতৃত্ব T20 বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে কেন নেই ম্যাকগার্ক? কারণ জানালেন ক্যাপ্টেন মার্শ

Latest IPL News

কে বলেছে রিঙ্কু IPL-এ খারাপ খেলছে! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় গর্জে উঠলেন নায়ার সবকিছু নিজের পক্ষে আসবে না, ‘বড় কুর্সি’-তে বসে MI-র অধিনায়কত্ব নিয়ে বললেন রোহিত ৪ বছর আগের বিভীষিকা ফিরল রায়নার জীবনে,দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন প্রাক্তন তারকা ICC-র নিয়মে যে কত বড় ফাঁক আছে, চোখে আঙুল দিয়ে দেখাল IPL-র DRS! হতে পারত বিতর্ক ইনিংসে সর্বাধিক ছক্কা, সব থেকে কম রানে জয়, SRH vs RR ম্যাচের ৩টি বড় রেকর্ড IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল T20 WC 2024: কে হবে বুমরাহর পেস পার্টনার? হার্দিকের ভূমিকা নিয়ে মুখ খুললেন রোহিত দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল IPL ও বিশ্বকাপ এক নয়, আর সেজন্য বিরাটকে দরকার! রোহিতের হাসির মধ্যেই বললেন আগরকর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.