আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে চার ওভারের বোলিং কোটা পূর্ণ করার পথে অনবদ্য এক ব্যক্তিগত নজির গড়েন জসপ্রীত বুমরাহ। এমন এক রেকর্ড গড়েন তারকা পেসার, যা টি-২০ ক্রিকেটে বিরল সন্দেহ নেই।
যদিও এক্ষেত্রে বুমরাহ রেকর্ড গড়েন না বলে জাতীয় দলের সতীর্থ ভুবনেশ্বর কুমারের রেকর্ড ছুঁয়ে ফেলেন বলাই শ্রেয় হবে। আসলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি মেডেন ওভারের নিরিখে ভুবনেশ্বর কুমারের সঙ্গে একাসনে বসে পড়েন জসপ্রীত।
টেস্ট ক্রিকেটে কোন বোলার কত কৃপণ বোলিং করলেন, সে বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ থাকে না কারও। তাই কোন বোলার ক'টি মেডেন নিলেন, তা নিয়ে খোঁজ রাখেন না কেউই। ওয়ান ডে ক্রিকেটেও ১০ ওভারের কোটায় বোলাররা হামেশাই মেডেন ওভার নিয়ে থাকেন। তবে টি-২০ ক্রিকেটে বোলারদের ইকনমি রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
টি-২০ ক্রিকেটে কোন বোলার কটি উইকেট নিলেন, তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় কোন বোলার কত কৃপণ বোলিং করেন, তার উপরে। টি-২০ ক্রিকেটে এক ওভারে ২০ রান ওঠা স্বাভাবিক মনে হয়। তবে কোনও ওভারে শূন্য রান খরচ করা যে কোনও বোলারের অনবদ্য কৃতিত্ব হিসেবেই বিবেচিত হয়। তাই কোন বোলার টি-২০ ক্রিকেটে ক'টি মেডেন নিলেন, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে বইকি।
আরও পড়ুন:- IND vs IRE 2nd T20I: আইপিএলের মন্ত্রেই সাফল্য, ম্যাচের সেরা হয়ে ফর্মুলা ফাঁস রিঙ্কুর
রবিবার বুমরাহর কৃতিত্ব আরও বেশি করে চোখে পড়ছে অন্য কারণে। আসলে তিনি ইনিংসের শেষ ওভারে কোনও রান খরচ না করে ১টি উইকেট তুলে নেন। সচরাচর টি-২০ ক্রিকেটে ডেথ ওভারে বোলারদের বিস্তর রান খরচ করতে দেখা যায়। আইরিশদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচেই আর্শদীপ সিং ইনিংসের ২০তম ওভারে বল করে ২২ রান খরচ করেন। দ্বিতীয় ম্যাচে বুমরাহ-র বলে বাই-হিসেবে ৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। তবে সেই অতিরিক্ত রান বোলারের খাতায় যোগ হয় না। ম্যাচে বুমরাহ ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন।
ভুবনেশ্বরের রেকর্ড ছুঁলেন বুমরাহর:-
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই নিয়ে মোট ১০টি মেডেন ওভার নিলেন বুমরাহ। এই নিরিখে তিনি বসে পড়লেন ভুবনেশ্বরের পাশে। ভুবিও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০টি মেডেন ওভার নিয়েছেন। সার্বিকভাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি মেডেন ওভার নেওয়া বোলারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরাহ ও ভুবনেশ্বর। সব থেকে বেশি ১৫টি মেডেন ওভার নিয়ে বিশ্বরেকর্ড নিজের দখলে রেখেছেন উগান্ডার ফ্র্য়াঙ্ক নসুবুগা।
আরও পড়ুন:- নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাচ্ছে UAE, ফ্র্যাঞ্চাইজি লিগকে কৃতিত্ব দিলেন অশ্বিন
সুতরাং, টেস্ট ও ওয়ান ডে খেলা প্রথমসারির দেশগুলির বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি মেডেন নিয়েছেন ভুবি ও বুমরাহই।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি মেডেন নেওয়া বোলাররা:-
১. ফ্র্যাঙ্ক নসুবুগা (উগান্ডা)- ১৫টি মেডেন।
২. জসপ্রীত বুমরাহ (ভারত)- ১০টি মেডেন।
৩. ভুবনেশ্বর কুমার (ভারত)- ১০টি মেডেন।
৪. গুলাম আহমেদি (জার্মানি)- ১০টি মেডেন।
৫. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৬টি মেডেন।
৬. নুয়ান কুলশেখরা (শ্রীলঙ্কা)- ৬টি মেডেন।