India vs South Africa Test Series India Team- ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করল বিসিসিআই। তিন ফর্ম্যাটের সিরিজের জন্য তিনটি আলাদা অধিনায়কের নাম ঘোষণা করেছে ভারীয় ক্রিকেট বোর্ড। সাদা বলের খেলায় বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব, আর ওয়ানডে দলের অধিনায়ক হবেন কেএল রাহুল। তবে টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হলেন রোহিত শর্মা। টেস্ট দল থেকে বাদ পড়েছেন অনেক অভিজ্ঞ খেলোয়াড়। এর মধ্যে রয়েছে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের নাম। যারা এই টেস্ট দলের অংশ হতে পারেননি।
এই দলে সুযোগ পেয়েছেন যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিধ কৃষ্ণা ও মুকেশ কুমারের মতো তরুণ তারকারা। ফলে রাহানে বা পূজারার যে সময়টা শেষের পথে, তা এই দল দেখলেই বোঝা যাবে। আর দক্ষিণ আফ্রিকার পেস পিচের কথা মাথায় রেখে দলের সেরা পেস আক্রমণকেই বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সে কারণেই শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও প্রসিধ কৃষ্ণাদের এই সফরের জন্য বেছে নেওয়া হয়েছে।
তবে দলের সবথেকে বড় বিষয় হল দলের সহ অধিনায়ক। এই দলে রোহিতের ডেপুটির ভূমিকায় দেখা যাবে জসপ্রীত বুমরাহকে। এি আগেও এই দুই ক্রিকেটার দলের দায়িত্ব সামলেছেন। এই দলটিকে তরুণ ও অভিজ্ঞ দুইয়ের মিশেলে তৈরি করা হয়েছে। একদিকে যেমন রোহিত শর্মা-বিরাট কোহলি-রবিচন্দ্রন অশ্বিনদের মতো তারকারা এই দলে রয়েছে, তেমনই শুভমন গিল, যশস্বী জসওয়াল, গায়কোয়াড়রাও এই দলে জায়গা পেয়েছেন। সবকিছু দেখলে এটা বোঝা যায় যে ভবিষ্যতের কথা ভেবেই এমন দল গঠন করেছেন অজিত আগারকররা।
দেখে নিন দুটো টেস্টের জন্য ভারতের স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান (উইকেটরক্ষক), কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), প্রসিধ কৃষ্ণা।
কোথায়, কবে থেকে অনুষ্ঠিত হবে এই দুটি টেস্ট ম্যাচ-
২৬ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ৩ জানুয়ারি থেকে শুরু হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কেপ টাউনে নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।