India Women Cricket Team make History: ইতিহাসের পাতায় নাম তুললেন হরমনপ্রীত কৌর, রিচা ঘোষরা! অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জিতল ভারতীয় মহিলা দল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলাদের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচটি আট উইকেটে জিতে নেয় ভারত। এর ফলে টেস্ট সিরিজও জেতে হরমনপ্রীতরা।
ম্যাচের চতুর্থ দিনটা ছিল ভারতের মেয়েদের নামে। ভারত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৬১ রানে অলআউট করে দেয়। ক্যাঙ্গারু দলের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জিততে ৭৫ রানের টার্গেট পেয়েছিল ভারত। এই স্কোর তাড়া করতে নেমে চার রানে শেফালি বর্মার রূপে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। তিনি কিম গার্থের শিকার হয়েছিলেন। চার বলে চার রান করে আউট হয়েছিলেন শেফালি। পরে স্মৃতি মান্ধনার সঙ্গে ইনিংস সামলান রিচা ঘোষ। রিচাও ৩২ বলে ১৩ রান করে আউট হয়ে যান। ফলে কাজটা এসে পড়ে জেমিমা ও স্মৃতির উপর। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সহজেই ম্যাচটা বের করে আনেন স্মৃতি। জেমিমাও তাঁকে যোগ্য সঙ্গ দেন। এদিন স্মৃতি করেন ৬১ বলে ৩৮ রান, অন্যদিকে জেমিমা ১৫ বলে ১২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আট উইকেটে ম্যাচটি জিতে ইতিহাসের পাতায় নাম তুলে নেয় হরমনপ্রীতদের নিয়ে তৈরি ভারতীয় মহিলার ক্রিকেট দল।
অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা পালন করেছিলেন স্নেহ রানা। এই ইনিংসে তিনি চার উইকেট শিকার করেছিলেন এবং রাজেশ্বরী গায়কোয়াড় এবং অধিনায়ক হরমানপ্রীত কৌর ২টি করে উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়াকে নতজানু হতে বাধ্য করে। এছাড়াও একটি উইকেট নিয়েছিলেন পূজা বাস্ত্রকার। ম্যাচের চতুর্থ দিনের শুরুতেই সাত রানের ব্যক্তিগত স্কোরে অ্যাশলে গার্ডনারকে আউট করে ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দেন পূজা বাস্ত্রকার। এরপর দুই বলে দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়াতে থাকেন স্নেহ রানা। শেষ দুই উইকেট ছিল রাজেশ্বরী গায়কোয়াড়ের নামে। তিনি কিম গার্থ এবং জোনাসেনকে তাঁর শিকারে পরিণত করেছিলেন।
তৃতীয় দিন শেষে সফরকারী দল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান করে ছিল এবং ৪৬ রানের লিড নিয়েছিল। চতুর্থ ও শেষ দিনে ক্যাঙ্গারুদের দ্রুত উইকেট তুলে নিয়ে জয়ের লক্ষ্যে নামে ভারতীয় দল। তবে এই সময়ে অস্ট্রেলিয়ার চোখ ছিল ম্যাচ বাঁচানোর লড়ই। তৃতীয় দিনের লাঞ্চ ব্রেকের আগে পর্যন্ত ভারতের স্কোর ছিল এক উইকেটে ২৯ রান। শেফালি আউট হওয়ার পরে হাল ধরেছিলেন স্মৃতি ও রিচা।