বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজেও ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। দুটির একটিও সিরিজ জিততে পারেননি বাটলাররা। এমনকী জেতা ম্যাচেও হারের মুখ দেখতে হয়েছে গোটা দলকে। এমন পরিস্থিতিতে দলের মনোবল চাঙ্গা করতে পারে একটি সিরিজ জয়। সামনেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। দুই দলই এই সিরিজের আগে শুরু করে দিয়েছে প্রস্তুতি। যদিও ভারতের সামনে রয়েছে আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
অন্যদিকে, সময় রয়েছে ইংল্যান্ডের হাতে নিজেদের তৈরি করার জন্য। তবে সিরিজ শুরুর আগে স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাষ্টে এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন ইংলিশ তারকা স্পিনার গ্রেম সোয়ান। তিনি দলকে সতর্ক করেন বিরাট কোহলি সম্পর্কে এবং দাবি করেন যে ম্যাচ চলাকালীন বিরাটকে একেবারেই চটানো উচিত নয় কারণ ও শীঘ্রই গর্জে ওঠার ক্ষমতা রাখে।
তিনি বলেন, 'ঘটনাটি ঘটেছিল স্টিভেন ফিন আমাদের ম্যাচ শুরুর অনেক আগেই বলে দেওয়া হয়েছিল ম্যাচ চলাকালীন কোনও রকম ভাবেই বিরাটকে চটাতেন না। কারণ ও যেকোনও মুহূর্তে গর্জে ওঠার ক্ষমতা রাখে। আমার এখনও মনে আছে পরপর চার খেয়ে ছিল ফিন এবং তারপরেই বিরাটের দিকে মেজাজ নিয়ে এগিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও নিজের ভুল বুঝতে পারে। বিরাট আরও আগ্রাসীভাবে খেলতে শুরু করে এবং আরও চারের বন্যা বইতে থাকে। আমরা ভালো করেই জানি ও সাদা বলের ফরম্যাটে কি করে দেখানোর ক্ষমতা রাখে। তবে সেই সময়ে ও টেস্ট ক্রিকেটে বিশেষ কিছু করে দেখাতে পারেনি।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে তিনি আরও জানালেন শেন ওয়ার্নের থেকে তিনি কি উপদেশ পেয়েছিলেন ভারতের পিচে খেলতে নামার আগে। সোয়ান বলেন, 'দেখুন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার জীবনের সেরা উপদেশ আমি কার থেকে পেয়েছিলাম, তাহলে আমি বিনা দ্বিধায় বলবো সেটা শেন ওয়ার্নের। ভারতের মাটিতে খেলতে নামার আগে ও আমায় বেশকিছু টিপস দিয়েছিল। আমার এখনও সেগুলি মনে আছে। উনি আমায় বলেছিলেন প্রথম ইনিংসে দ্রুত গতিতে বল ঘুরিয়ে উইকেট তোলার কথা। দ্বিতীয় ইনিংসের জন্যও উনি আমায় বেশকিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। ওয়ার্ন আমায় বলেছিলেন দ্বিতীয় ইনিংসে চাপ এড়াতে যেখানে খুশি বল ফেলতে। উনার বক্তব্য ছিল ঠিক এমনভাবে বল করতে যেন পিচটা আমার হয়েই কাজ করছে।'