সদ্য শেষ হওয়া বিশ্বকাপ এবং তারপরও কোনও সিরিজে জয় স্বাদ পায়নি বাটলাররা। ওয়েস্ট ইন্ডিজের হাতে পরাজিত হতে হয়েছে একদিনের ও টি২০ সিরিজে। সামনেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ, সেখানে সুযোগ থাকবে কামব্যাক করার। ইতিমধ্যেই পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইংলিশ বাহিনী। স্পিন সহায়ক পিচে কিভাবে খেলতে হয়, সেটার উপর মনোযোগ দিয়ে নিজেদের তৈরি করছে গোটা দল। তবে আসন্ন এই সিরিজের আগে 'স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্ট'এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রাক্তন ইংরেজ তারকা নাসের হুসেন জানান যে বিশ্বকাপে বহু ভারতীয় সমর্থক দেখতে চাইছিল কিভাবে স্পিনের দ্বারা ব্যাজবল ক্রিকেটকে থামানো যায়।
তিনি বলেন, 'সাম্প্রতিককালে যখন ক্রিকেটের প্রসঙ্গ ওঠানো হয়, তখনই কথা ওঠে ব্যাজবল ক্রিকেটের। তবে কেন জানিনা আমার মনে হচ্ছিল বিশ্বকাপে বহু ভারতীয় ক্রিকেট সমর্থক অপেক্ষা করছিল স্পিনের দ্বারা ব্যাজবল ক্রিকেটকে থামানোর।' পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে অতিরিক্ত স্পিন সহায়ক পিচ তৈরি করা হলে সুবিধাটা বেশি ইংল্যান্ড ক্রিকেট দলেরই হবে।
প্রাক্তন ইংলিশ তারকা বলেন, 'আমি মনে করি স্পিন পিচ নিয়ে ভারতের খুব সতর্কের সঙ্গে চলা উচিত। আমার মনে হয় টিম ইন্ডিয়ার সেই পিচ চাওয়া উচিত যেখানে স্পিন সামান্য হয় এবং সেটা হলেই তাদের ব্যাটাররা আমাদের বোলারদের সহজে খেলতে পারবে। কিন্তু তার পরিবর্তে ওরা যদি অতিরিক্ত স্পিন সহায়ক পিচ দাবি করে তাহলে সমস্যাটা ওদেরই হবে এবং পালটা সুবিধা আমাদের হবে। পুরোপুরি লটারি হয়ে যাবে ইংল্যান্ডের জন্য। যেভাবে আজকের দিনে ব্যাজবল ক্রিকেট চলছে তাতে খুব একটা সমস্যা হবে না ইংল্যান্ডের।'
প্রসঙ্গত, ভারতের স্পিন পিচ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন দলের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টোও। তিনি বলেছিলেন, 'আমাদের জন্য এই সফর খুব একটা সহজ হবে না। কারণ টিম ইন্ডিয়া আমাদের আটকানোর জন্য একাধিক স্পিনার রাখবে। জাদেজা হোক কি অশ্বিন হোক বা অক্ষর, সকলেই আমাদের আক্রমণ করবে। কেউ বিন্দুমাত্র জমি ছাড়বে না।' এবার দেখার বিষয় কিভাবে ভারতের স্পিন সহায়ক পিচে পারফর্ম করে ইংল্যান্ড। সব জানা যাবে আর কিছুদিনের মধ্যে।