দক্ষিণ আফ্রিকা-ভারত তিন ম্যাচের সিরিজের ফল এখন ১-১। প্রথম ম্যাচটি ভারত জিতলেও, দ্বিতীয় ম্যাচে তারা হেরে বসে থাকে। বৃহস্পতিবার পার্লের বোল্যান্ড পার্কে তৃতীয় তথা শেষ এবং সিরিজ নির্ধারক ম্যাচটি অনুষ্টিত হবে।
শেষ ওডিআইতে ভারতীয় দলে কিছু পরিবর্তন হতে পারে। সাই সুদর্শনের সঙ্গে রুতুরাজ গায়কোয়াড় ইনিংস শুরু করবেন বলে আশা করা হচ্ছে। গায়কোয়াড় এই সিরিজে মোটেও ভালো ছন্দে নেই। দুই ম্যাচে যথাক্রমে ৫ এবং ৪ রান করেছেন। তৃতীয় ম্যাচে রুতুরাজ ফর্মে ফিরতে মরিয়া। অন্য দিকে সাই সুদর্শন ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।
তিলক বর্মা সম্ভবত তিন নম্বরে ব্যাট করবেন। তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও, তা এখনও পূরণ করতে পারেননি তিলক। দ্বিতীয় ওয়ানডে-তে ৩০ বলে ১০ রান করে আউট হয়ে যান তিনি। ওডিআই সিরিজে ভারতের অধিনায়কত্ব করা কেএল রাহুল চার নম্বরে ব্যাট করতে নামবেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে রাহুল ভালো ফর্মে ছিলেন। আগের ম্যাচে তিনি হাফসেঞ্চুরিও (৫৬) করেছিলেন।
সঞ্জু স্যামসনকে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে। এবং তিনি ব্যাট পাঁচে ব্যাট করতে নামবেন। আগের ম্যাচে তিনি ব্যর্থ হয়েছিলেন। ২৩ বলে ১২ রান করে আউট হয়েছিলেন। তাই শেষ ওডিআই-এ তিনি প্রভাব ফেলতে চাইবেন। গত ম্যাচে রিঙ্কু সিং উইকেট নিলেও, ব্যাট হাতে সাফল্য পাননি। তবে বৃহস্পতিবার শেষ ম্যাচে তিনি ছয়ে নেমে নিজেকে ব্যাট হাতেও প্রমাণ করতে চাইবেন।
সাত নম্বরে ব্যাট করবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এবং কুলদীপ যাদবের সঙ্গে স্পিনের দায়িত্ব ভাগ করে নেবেন তিনি। কুলদীপ আটে ব্যাট করতে নামতে পারেন। তিন পেসার হিসাবে খেলতে পারেন আর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার।
আরও পড়ুন: এত টাকা দিয়ে মিচেল স্টার্ককে কেন দলে নিল KKR? যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেন গম্ভীর
তবে প্রোটিয়াদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে, পেস-বোলিং বিভাগে পরিবর্তন করা হলেও হতে পারে। মুকেশ কুমার, যিনি এখনও পর্যন্ত সিরিজের প্রতিটি ম্যাচ খেলেছেন, তাঁকে টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেওয়া হতে পারে। মুকেশের জায়গায় তাঁর বাংলার সতীর্থ আকাশ দীপের অভিষেক হতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের জন্য ভারতের সম্ভাব্য একাদশ:
ওপেনার: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন
মিডল এবং টপ অর্ডার: তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)
পাওয়ার-হিটার: রিঙ্কু সিং
অলরাউন্ডার: অক্ষর প্যাটেল
স্পিনার: কুলদীপ যাদব
পেসার: আর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার