বাংলা নিউজ > ক্রিকেট > IND-U19 vs BAN-U19: বাংলাদেশের মৃধার সুইংয়ে থরহরি কম্প দশা ভারতীয় ব্যাটিংয়ের, ছিটকে গেল U-19 Asia Cup-এর সেমিফাইনাল থেকে

IND-U19 vs BAN-U19: বাংলাদেশের মৃধার সুইংয়ে থরহরি কম্প দশা ভারতীয় ব্যাটিংয়ের, ছিটকে গেল U-19 Asia Cup-এর সেমিফাইনাল থেকে

ভারতের ছোটদের হারিয়ে যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের জুনিয়ররা।

৯.৪ ওভারে ৩৪ রানে বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেটে ফেলে দিয়ে ভারত যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন বাংলাদেশের আরিফুল ইসলাম ও আহরার আমিনের ব্যাটে পুরো রং বদলে যায় ম্যাচের। এই দুই তারকার লড়াকু ব্যাটিংই মূলত ভারতের হাত থেকে ম্যাচ বের করে নেয়। দু'জনের যুগলবন্দীতে জয়ের কাছে পৌঁছে যায় বাংলাদেশ।

জয়ের মঞ্চটা প্রথমে গড়ে দিয়েছিলেন মারুফ মৃধা। ৪ উইকেট নিয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিংয়ে ধস নামান বাঁ-হাতি এই পেসার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ১৮৮ রানে থেমে যান ভারতের ছোটরা। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে হোঁচট খেলেও, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলকে জয়ের পথে ফেরান আরিফুল ইসলাম ও আহরার আমিন। চতুর্থ উইকেটে তাঁদের ১৩৮ রানের দুরন্ত পার্টনারশিপের সৌজন্যে সেমিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। ফাইনালে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে তারা। শুক্রবার অন্য সেমিফাইনালে তারা পাকিস্তানকে হারিয়েছে ১১ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের পেসার মারুফ মৃধার সুইংয়ে কেঁপে ওঠে ভারতের ব্যাটিং অর্ডার। ১৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত। এই তিনটি উইকেটই তুলে নেন মৃধা। মৃধার মূল শক্তি সুইং। আর দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমির মাঠে শুরুর দিকে সেই সুইংয়ের সুবিধে পেয়ে যান মৃধা। আর তাতেই তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন। বাংলাদেশের টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা ‘মাস্টারস্ট্রোকে’ পরিণত করেন মৃধা।

আরও পড়ুন: অভিষেকেই ৬ উইকেট, ৫৬ বছর আগের স্মৃতি ফেরালেন পাক পেসার, পার্থে দ্বিতীয় দিনের শেষেও অজিরাই চালকের আসনে

প্রথমে ভারতের দুই ওপেনার আদর্শ সিং (২), আরশিন কুলকার্নি (১) এবং চারে ব্যাট করতে নামা দলের অধিনায়ক উদয় সাহারানকে (০) আউট করেন মৃধা। এখানেই কোমর ভেঙে যায় ভারতের। দ্রুত উইকেট পতনের ধাক্কাটা প্রিয়াংশু মোলিয়া এবং সচিন ধাসের জুটিতে কিছুটা হলেও কাটিয়ে ওঠার চেষ্টা করে ভারত। কিন্তু ১২তম ওভারে রোহানাত দৌল্লাহ বর্ষনের বলে ১৬ রান করে বোল্ড হন সচিন। রোহানাতের একই স্পেলে আউট হন প্রিয়াংশুও। একই ওভারে সদ্য ক্রিজে আসা আরাভেল্লি অবিনাশকে রান আউট করেন অধিনায়ক মাহফুজুর রহমান। বাংলাদেশের দুই পেসারের বোলিং এবং ফিল্ডিংয়ে ৬১ রানে ৬ উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে, সেখান থেকে মুশের খান ও মুরুগান অভিষেকের সৌজন্যে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া।

মুশের এবং অভিষেক- দু'জনেই হাফসেঞ্চুরি করেন। তাঁদের সৌজন্যেই ভারতের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছয়। ইনিংসের ৩৪ তম ওভারে ৬১ বলে ৫০ রান করা মুশেরের ইনিংস থামান অধিনায়ক মাহফুজুর নিজেই। ভয়ঙ্কর হয়ে ওঠা অভিষেকের উইকেট নিয়েছেন মারুফ। আউট হওয়ার আগে ৭৪ বল খেলে ৬২ রান করেছেন তিনি। এর পর ভারতের ইনিংস বেশিদূর এগোয়নি। ৪২.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায় মেন ইন ব্লু।

আরও পড়ুন: ফিল্ডিং করতে গিয়ে চোট, সাপোর্ট স্টাফেদের কোলে চেপে মাঠ ছাড়েন, কতটা গুরুতর? নিজেই আপডেট দিলেন সূর্য

ওডিআই-এ বাংলাদেশের সামনে ১৮৯ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল। তবে জুনিয়র টাইগাররা শুরুটা একবারেই ভালো করেনি। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। ভারতের হাতে তখন ম্যাচের রাশ চলে এসেছিল। মারকুটে ওপেনার জিশান আলম (০) ইনিংসের প্রথম ওভারেই বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরে যান রাজ লিমবানির বোলিংয়ে। ১৩ রান করা চৌধুরী মহম্মদ রিজওয়ানকে ষষ্ঠ ওভারে ফেরান নমান তিওয়ারি। আর পাওয়ার প্লের শেষ ওভারে ওপেনার আশিকুর রহমান ২২ বলে ৭ রান করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন।

৯.৪ ওভারে ৩৪ রানে বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেটে ফেলে দিয়ে ভারত যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন বাংলাদেশের আরিফুল ইসলাম ও আহরার আমিনের ব্যাটে রং বদলে যায় পুরো ম্যাচের। এই দুই তারকার লড়াকু ব্যাটিংই মূলত ভারতের হাত থেকে ম্যাচ করে নেয়। আমিন ধরে খেলেছিলেন। আর আরিফুল ছিলেন আগ্রাসী। দু'জনের যুগলবন্দীতে জয়ের কাছে পৌঁছে যায় বাংলাদেশ। কপাল পোড়ে ভারতের।

আরিফুল সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরেছেন তিন অঙ্ক না ছুঁয়ে। ছক্কা মেরে তিন অঙ্ক স্পর্শ করতে গিয়ে ৯৪ রানে আউট হয়ে যান। ৯০ বল খেলে ৯টি চার এবং ৪টি ছক্কায় ১০৪ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান তিনি। আরিফুল যখন আউট হন, জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। সেই রান তুলতে আরও ২টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। শিহাব জেমসের (৭ বলে ৯ রান) পর আউট হয়েছেন আহরার (১০১ বলে ৪৪ রান)। অধিনায়ক মাহফুজুর (অপরাজিত ৩) এবং শেখ পারভেজ (অপরাজিত ২) অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের আখের রস, লস্যিতে মাছের বরফ, অভিযানে বেরিয়ে হাতেনাতে ধরলেন পুর কর্তারা ‘যদি বিপদে পড়ি, ওয়াটার ব্রেক হয়, তাহলেও…’ অন্তঃসত্ত্বাকালীন সময়েও একা রূপাঞ্জনা রাজা-মহারাজাদের বিরুদ্ধে সরব কিন্তু নবাব-বাদশাহদের নিয়ে চুপ, রাহুলকে তোপ মোদীর হামলার জবাবে হামলাই হবে, এক ইঞ্চি জমি ছাড়ব না, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের মনোমালিন্যের জেরে ১৪ বছরের দূরত্ব,কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি ‘অযোগ্য' রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? শুধু কলকাতা নয়, ঘামছে বেঙ্গালুরুও! গরমের তাণ্ডব কবে কাটবে?রইল আবহাওয়ার পূর্বাভাস 'চাক দুম দুম' গানে ফিরল পুরনো স্মৃতি, ফের পর্দায় একসঙ্গে মাধুরী-করিশ্মা অক্ষয় তৃতীয়ায় শুভ ধন যোগের সংযোগ, সোনার মতো ভাগ্য চমকাবে ৩ রাশির

Latest IPL News

স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.