বাংলা নিউজ > ক্রিকেট > INDW vs ENGW Test Match: ব্যাট-বলে অনবদ্য ভারত, দীপ্তির দাপটে প্রথমবার ঘরের মাটিতে ইংল্যান্ডকে টেস্টে হারালেন হরমনরা

INDW vs ENGW Test Match: ব্যাট-বলে অনবদ্য ভারত, দীপ্তির দাপটে প্রথমবার ঘরের মাটিতে ইংল্যান্ডকে টেস্টে হারালেন হরমনরা

দ্বিতীয় ইনিংসেও সফল হলেন দীপ্তি শর্মা (ছবি:BCCI Women-X)

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। আজ অর্থাৎ ১৬ ডিসেম্বর ম্যাচের মাত্র তৃতীয় দিন ছিল। আর তৃতীয় দিনেই ম্য়াচের ফলাফল সামনে চলে এল। আজই ঘোষণা হয়ে গেল ম্য়াচের ফল। টেস্ট ম্যাচটি ৩৪৭ রানে জেতে ভারত।

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। আজ অর্থাৎ ১৬ ডিসেম্বর ম্যাচের মাত্র তৃতীয় দিন ছিল। আর তৃতীয় দিনেই ম্য়াচের ফলাফল সামনে চলে এল। আজই ঘোষণা হয়ে গেল ম্য়াচের ফল। টেস্ট ম্যাচটি ৩৪৭ রানে জেতে ভারত। ম্যাচের প্রথম থেকেই ভারতীয় দল একটি কমান্ডিং পজিশনে ছিল। সেই জায়গাটা শেষ পর্যন্ত ধরে রাখল তারা। কারণ হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল ইংল্যান্ডকে জিততে দ্বিতীয় ইনিংসে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ২৪.৪ ওভারে ইংল্যান্ড ১০৮ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ২৭.৩ ওভারে ১৩১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ফলে টেস্ট ম্যাচটি ৩৪৭ রানে জেতে ভারত।

ম্যাচের তৃতীয় দিনে ইংল্যান্ডের কাছে ৪৭৯ রানের টার্গেট থাকলেও ৭ম ওভারের শেষ বলে প্রথম ধাক্কা খায় দলটি। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় উইকেট পতন। এদিনও দেখা যায় ভারতীয় স্পিনারদের দাপট। শুরু থেকেই উইকেটে টার্ন ছিল, যার সুবিধা নেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রাকাররা। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটের মধ্যে ৩টি উইকেট পূজা বস্ত্রাকার, ৪টি উইকেট দীপ্তি শর্মা এবং ১টি উইকেট রেণুকা ঠাকুর নিয়েছিলেন। রাজেশ্বরী গায়কোয়াড় ২টি উইকেট শিকার করেছিলেন।

ভারতের হয়ে সপ্তম উইকেট পান রাজেশ্বরী গায়কোয়াড়। তিনি সোফি একলেস্টোনকে ক্লিন বোল্ড করেন। এই ম্যাচে আমরা অনেক হাফ সেঞ্চুরি দেখেছি, কিন্তু একটিও সেঞ্চুরি আসেনি কোনো ব্যাটসম্যানের ব্যাট থেকে। ভারতকে অষ্টম সাফল্য এনে দেন দীপ্তি শর্মা, যিনি ম্যাচের অষ্টম উইকেট নেন। লরেন ফিলারকেও আউট করেন দীপ্তি।

এই ম্যাচ সম্পর্কে কথা বলতে, ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত সঠিক মনে হয়নি, কারণ ৪৭ রানে দলের ২ উইকেট পড়ে গিয়েছিল। এর পর শুরু হয় জুটির পর্ব এবং ভারত প্রথম ইনিংসে ৪২৮ রান করে। ভারতের পক্ষে শুভা সতীশের ৬৯ রান, জেমিমাহ রদ্রিগেসের ৬৮ রান, দীপ্তি শর্মার ৬৭ রান এবং ইয়াস্তিকা ভাটিয়ার ৬৬ রান। ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন ও লরেন বেল ৩-৩ উইকেট নেন।

একই সময়ে, ইংল্যান্ড দল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায়। ব্রান্ট খেলেছিলেন ৫৯ রানের ইনিংস। তিনি ছাড়া আর কোনো ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। ভারতের পক্ষে দীপ্তি শর্মা ৫টি ও স্নেহ রানা ২টি উইকেট নেন। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ২৯২ রানের লিড নিয়ে। এরপরে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। এভাবে জয়ের জন্য ইংল্যান্ডের কাছে ৪৭৯ রানের টার্গেট দিয়ে ছিল ভারত। তা অর্জন করতে তিন দিন সময় পেলেও ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা হতাশ করেন। মাত্র ১৩১ রানেই শেষ হয় ইংল্যান্ডের দ্বিতী ইনিংস। শেষ পর্যন্ত ৩৪৭ রানে জেতে ভারত।

ক্রিকেট খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.