শুভব্রত মুখার্জি: বৃহস্পতিবার রাতে গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং পঞ্জাব কিংস দল। এই দুই দলের মধ্যে এক শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী থেকেছেন দর্শকরা। যে ম্যাচে কার্যত হারার জায়গায় দাঁড়িয়ে ছিল পঞ্জাব কিংস দল। সেই জায়গা থেকে কামব্যাক করে ম্যাচ জেতে তারা। আর তাদের এই ম্যাচ জয়ের অন্যতম নায়ক ছিলেন শশাঙ্ক সিং। মাত্র ২৯ বলে ৬১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে তিনি দলকে এক কঠিন ম্যাচ জিততে মুখ্য ভূমিকা নেন। উল্লেখ্য এই শশাঙ্ককে নিলামে কেনা নিয়েই এক বিরাট বিতর্ক হয়েছিল। গুজরাট টাইটানস ম্যাচের পরে সেই সব বিতর্ককে একেবারে পিছনে ফেলে শশাঙ্কের ভূয়সী প্রশংসা করেছেন ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক প্রীতি জিন্টা।
নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রীতি জিন্টা লিখেছেন, ‘আজকে মনে হয় সঠিক দিন এই সমস্ত বিষয় (শশাঙ্ক সিং নিলাম বিতর্ক) নিয়ে আলোচনা করার। নিলামের সময়ে আমাদের বিষয়ে যা যা বলা হয়েছিল সব বিষয়ে আজকেই কথা বলার সঠিক দিন বলে আমি মনে করি। এই এক ধরনের ঘটনায় একাধিক মানুষ তাদের আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলত। চাপে পড়ে যেতে পারত। কোন কিছু করার ইচ্ছা সম্পূর্ণ হারাতে পারত। কিন্তু শশাঙ্ক তাদের মধ্যে নন। ও সবার থেকে অনেকটাই আলাদা। ও সত্যি সত্যি স্পেশাল একজন। একজন ক্রিকেটার হিসেবে ওঁর স্কিলের জন্য আমি এই কথাটা বলছি না। আমি এই কথাটা বলছি ওঁর পজিটিভ ব্যবহার এবং অসাধারণ স্পিরিটের জন্য।’
প্রীতি জিন্টা আরও যোগ করেন, ‘ও (শশাঙ্ক) সমস্ত কমেন্ট সহ্য করেছে। ওঁকে নিয়ে হওয়া সমস্ত জোকস ও ভালোভাবে নিয়েছে। ওঁকে চরম কটাক্ষের শিকার হতে হয়েছে। সবকিছু কিন্তু ও খুব স্পোর্টিংভাবেই নিয়েছে। কখনও এই সবের শিকার নিজেকে হতে দেয়নি। নিজেকে সবসময় ও ব্যাক করেছে। আমাদেরকে ও দেখিয়ে দিয়েছে যে ও কোন ধাতুতে গড়া। আর সেই কারণে আমি ওঁকে কুর্নিশ জানাই। আমার ওঁর প্রতি শ্রদ্ধা রয়েছে। আমি আশা রাখব যে ও কিন্তু তাদের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে যাদের জীবনে হঠাৎ করেই একটা আলাদা মোড় এসেছে। ও কিন্তু কোন স্ক্রিপ্ট মেনে কোনও কিছু খেলে না। মানুষরা ওঁর বিষয়ে কী ভাবছে সেটা ওঁর কাছে আলাদা করে কোন গুরুত্ব নেই। ওঁকে দেখার পরে একটা কথাই বলব যে নিজের উপর আস্থা রাখা উচিত সবসময়ে। আমি নিশ্চিত জীবনের খেলাতেও শশাঙ্ক ম্যান অফ দ্য ম্যাচ হবে।’
এর জবাব দিয়েছেন শশাঙ্কও। তিনি লিখেছেন, ‘ম্যাডাম আপনার এই দয়ালু কথাবার্তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম দিন থেকেই আপনি আমার উপর বিশ্বাস রেখেছেন। পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলতে পেরে আমি গর্বিত। আমাকে সবসময় সাপোর্ট করার জন্য আপনাকে ফের একবার ধন্যবাদ জানাচ্ছি।’