ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল মরশুমেও দুর্দান্ত শুরু করেছে গৌতম গম্ভীর ও শ্রেয়স আইয়ারের কেকেআর। চলতি মরশুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তারা, আর এই তিনটি ম্য়াচেই জয় পেয়েছে কলকাতা। ৩ এপ্রিল জয়ের হ্যাটট্রিক করেছিল তারা। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানে হারিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এই বড় জয় অর্জন করার ফলে লিগ টেবিলে নেট রান রেটের বিচারে সকলকে পিছনে ফেলে দিয়েছে তারা।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে, কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান তুলে ছিল। এটি আইপিএল-এর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল। দিল্লির বিরুদ্ধে এই জয়ের পরে, কেকেআর পয়েন্ট টেবিলের সবার উপরে রয়েছে ও প্রথম স্থানে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, এখন দলের জয় নিয়ে ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক এবং বলিউড অভিনেতা শাহরুখ খানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিয়োতে শাহরুখ খান বলেন, কেকেআর তার কারণেই ধারাবাহিকভাবে জিতে চলেছে।
আরও পড়ুন… IPL 2024: ভাগ্যের চাকা ঘোরাতে সোমনাথ মন্দিরে পুজো দিলেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া
তাহলে কি শাহরুখ খানের কারণেই কেকেআর ধারাবাহিকভাবে ম্যাচ জিতছে?
আমরা আপনাকে বলি যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পরে, কেকেআর তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ড্রেসিংরুমের একটি ভিডিয়ো শেয়ার করেছিল। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে শাহরুখ খান বলেছেন, ‘ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। বরুণকে (চক্রবর্তী) ক্যাচ নিতে দেখে ভালো লাগছিল। সুনীলকে (নারিন) এত জোরে দৌড়াতে দেখে ভালো লাগলো। আপনাদের সকলকে হাসি খুশি দেখে ভালো লাগছে। সুস্থ থাকুন।’
আর কী বললেন শাহরুখ খান?
শাহরুখ খান মজা করে আরও বলেন, ‘দলের কোচ আমাকে বলছেন যে, আমিই ম্যাচে আসছি এবং আপনাদের সকলকে জিতিয়ে দিচ্ছি। কিন্তু, পরের বার যখন আমি সেখানে থাকব না, আপনারা আমাকে ছাড়া আরও চেষ্টা করুন। ম্যাচ চলাকালীন সেখানে উপস্থিত থাকতে এবং আপনাদের সমর্থন করার জন্য আমি যা করতে পারি তাই করব।’ শাহরুখের এই কথা শুনে সকলেই হাসতে থাকেন। এরপরে কিং খান বলেন, ‘আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।’
এরপরে কাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স
পরের ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন ম্যাচের শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। এখন দেখার চেন্নাইয়ের সঙ্গে ককাতা কী করে? তবে এর মাঝেই প্রশ্ন উঠছে তাহলে কি সেই ম্যাচে শাহরুখ খান মাঠে উপস্থিত থাকবেন?