পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের একটি ওভারও বল করেননি তাদের অভিজ্ঞ বোলার মহম্মদ নবি। ম্যাচ চলাকালীনও বিশেষজ্ঞরা এই নিয়ে অবাক ছিলেন। এখন আফগানিস্তানের তারকা ক্রিকেটারও এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মহম্মদ নবি তাঁর এক ভক্তের স্টোরি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। এই সময়ে নবিকে বোলিং না দেওয়ার অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
মহম্মদ নবি তার পক্ষ থেকে কিছু লেখেননি, তবে ধারণা করা হচ্ছে তিনি এমন একটি পোস্ট শেয়ার করে নিজের বিরক্তি প্রকাশ করেছেন। তবে কিছুক্ষণ পর এই পোস্ট সরিয়ে দেন মহম্মদ নবি। এ থেকে অনুমান করা হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের ভিতরে সবকিছু ঠিকঠাক চলছে না।
ভক্ত কি লিখেছিলেন?
আফগানিস্তানের অনেক ভক্ত মহম্মদ নবিকে অভিনন্দন বার্তা পোস্ট করেছিলেন। এই সমর্থকদের একজন পঞ্জাবের বিরুদ্ধে তাকে একটি ওভার না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। মুম্বই ইন্ডিয়ান্সকে উদ্দেশ্য করে এই পোস্টে লেখা হয়েছিল। আপনার অধিনায়কের কিছু সিদ্ধান্ত খুবই অদ্ভুত ছিল। মানুষকেও অবাক করেছে। আজ বোলিং করেননি নবি! এর সঙ্গে তিনি একটি চিন্তার ইমোজি যোগ করেছিলেন।
নবি তাঁর নিজের ইনস্টা স্টোরিতে এটি শেয়ার করেছেন। এর নিম্নাংশেও নবির প্রশংসা করা হয়েছে। তাতে লেখা আছে, ‘প্রেসিডেন্ট, গেম চেঞ্জার। খুব গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট এবং একটি রানআউট।’ যাইহোক, প্রায় দুই ঘণ্টা পর নবি তাঁর ইনস্টাগ্রাম থেকে এই স্টোরিটি সরিয়ে ফেলেন।

ভাইরাল হচ্ছে সেই স্ক্রিন শট
যদিও মহম্মদ নবি তাঁর ইনস্টা স্টোরি থেকে এটি সরিয়ে দিয়েছিলেন। অনেক ক্রিকেট ভক্ত এর স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন। এখন এই স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভক্তরা এক্স-এ এই বিষয়ে অনেক পোস্ট করেছেন। একটি পোস্টে লেখা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের কেউই হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খুশি নন।
আরও পড়ুন… ভয় পাচ্ছেন জোফ্রা আর্চার! T20 WC 2024 কি খেলতে পারবেন? দলে ফিরতে মরিয়া তারকা বোলার
আমরা আপনাকে বলি যে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যা এই প্রথম নয়। এর আগেও বহুবার ক্যাপ্টেন হার্দিকের ব্যাটিং অর্ডার ও বোলিংয়ে পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, গতকাল পঞ্জাব কিংসকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচ আটকে গিয়েছে। তবে শেষ পর্যন্ত মুম্বই জয় নিবন্ধন করে। তবে এই সময়ে অনেকেই বলেন যে মাঠে শেষ পর্যায়ে নেতৃত্ব সামলেছিলেন রোহিত শর্মা। সেই কারণেই জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।