সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা নাইট রাইডার্স ছেড়ে পুনে ওয়ারিয়র্সে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা পুনেকে সমর্থন করতে শুরু করেন। আর সেটা হয় সৌরভের জন্যই। ইডেনে যখন কলকাতা নাইট রাইডার্স বনাম পুনে ওয়ারিয়র্সের ম্যাচ হয়, তখন দেখা গিয়েছিল সমর্থকদের আবেগ কোন দিকে ছিল। যদিও শেষ হাসি হেসেছিল গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। এখনও একই ছবি দেখা যায়, দিল্লি ক্যাপিটালসের হয়ে সৌরভ ইডেনে এলে সমর্থকরা সমর্থন করতে থাকেন সৌরভকে। ২৬ এপ্রিল এই একই ছবি দেখা যেতে পারে। তবে এর মাঝেই সেই দিনের স্মৃতি তুলে ধরেন গৌতম গম্ভীর।
আসল IPL-এর ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ জিতেছিল কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। তবে এরপরেও কলকাতা নাইট রাইডার্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না। তিন বছর তিনি নাইট শিবিরে থাকার পরেও সেভাবে সফল হতে পারেনি কলকাতা। এরপরে তিনি পুনে ওয়ারিয়র্সে চলে যান। আর কলকাতা নাইট রাইডার্সে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় গৌতম গম্ভীরকে।
কলকাতা নাইট রাইডার্সে জায়গা পাওয়া নিয়ে কী বললেন গম্ভীর?
২০১১ সালের IPL নিলামে গৌতম গম্ভীরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সৌরভকে সরিয়ে যে তাঁকে KKR দলে নেবে সেটা অনুমানও করতে পারেননি গৌতম গম্ভীর। এক সাক্ষাৎকারে গৌতি বলেন, ‘আমি নিলামের সময় দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ খেলে ফিরছিলাম। দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে দিল্লিতে আসার কথা ছিল। আমি ভেবেছিলাম KKR বাদে যে কোনও দল আমাকে নিতে পারে। আমাকে একজন ফোন করে জানায় যে আমাকে KKR নিলাম থেকে দলে নিয়েছে।’
কলকাতা নাইট রাইডার্সে এসে গৌতম গম্ভীরের শুরুটা একেবারেই ভালো হয়নি। কারণ তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসনে বসেছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় তিনি আসার অনেক ভক্তই খুশি হতে পারেননি। নাইট সমর্থকরা দু’ভাগ হয়ে যায়। গৌতম গম্ভীর এই বিষয়টা নিয়ে বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে আমাকে অধিনায়ক করার পর অনেকে আমাকে বলেছিলেন যে কলকাতায় আমাকে স্বাগত জানানো হবে না।’
ইডেনে সৌরভের বিরুদ্ধে খেলতে নামার আগে কী ছবি দেখেছিলেন?
সেই বছর গম্ভীরের KKR-এর সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পুনে ওয়ারিয়র্সের মধ্যে ম্যাচ। গৌতম গম্ভীর বলেন, ‘মনে আছে পুনের বিরুদ্ধে ম্যাচের সময় অর্ধেক ইডেন গার্ডেন্সে ওদের সমর্থনে ছিল। মিডিয়া, সমর্থক সবাই দু’ভাগ হয়ে গিয়েছিল। সেই সময় এক সমর্থক আমাকে বলেন, যাই হোক না কেন আমরা KKR-কে সমর্থন করব। এটাই আমাকে মানসিক দিক থেকে চাঙ্গা করে এবং আমরা সেই ম্যাচটা জিতেছিলাম।’