শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষ করে লাল বলের ক্রিকেটে অন্যতম সেরা বোলিং জুটি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। এই বোলিং জুটিতে ভর করেই ভারতীয় দল একাধিক টেস্ট ম্যাচে জিতেছে। সম্প্রতি এই জুটি ইংল্যান্ডের বিরুদ্ধেও বল হাতে বেশ ভালো পারফরম্যান্স করেছে। ভারত এই সিরিজ জিতেছে ৪-১ ফলে। যাতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দু'জনেরই।
আরও পড়ুন: ১৬ বছরে কোহলি-ফ্যাফরা পারেননি, দ্বিতীয় বছরেই নজির স্মৃতিদের, দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর
এই সিরিজ বিভিন্ন ভাবে অশ্বিনের কাছেও স্মরণীয় হয়ে রয়েছে। এই সিরিজেই ধরমশালাতে তাঁর টেস্ট কেরিয়ারের ১০০তম ম্যাচ খেলেছেন অশ্বিন। রাজকোট টেস্টে নিয়েছেন তাঁর টেস্ট কেরিয়ারের ৫০০তম উইকেট। আর এবার আইপিএলের লড়াইতে নামতে চলেছেন দুই তারকা। সেই লড়াইতে নামার আগেই ভারতীয় ছবির কিংবদন্তি রজনীকান্তকে 'ধার' করেই সতীর্থ অশ্বিনকে বিশেষ বার্তা দিয়েছেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন: যে কোনও মূল্যেই কোহলিকে T20 WC-এর দলে চাই- BCCI সচিবকে জানিয়ে দিয়েছেন রোহিত
বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের অনুশীলনে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেখানেই সিএসকে-কে দেওয়া এক সাক্ষাৎকারের মধ্যে দিয়ে তিনি অশ্বিনকে বিশেষ বার্তা দিয়েছেন। জাদেজা বলেছেন, ‘হাই অ্যাশ (অশ্বিন) আন্না। তোমাকে শুভেচ্ছা জানাই তোমার ১০০তম টেস্ট এবং ৫০০তম টেস্ট উইকেটের জন্য। আমি তোমার জন্য খুব খুব খুশি। ভারতীয় ক্রিকেটের জন্য তোমার যা যোগদান, তা অবিস্মরণীয়। আমি আশা রাখব, তুমি আরও আরও বেশি উইকেট পাবে। তুমি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। তুমি আরও উন্নতি করবে। তোমার মাস্টারমাইন্ড তুমি আমার সঙ্গে শেয়ার করেছ। আর তাতে আমিও বেশ কিছু উইকেট নিতে পেরেছি। তোমার মতন একজন বড় কিংবদন্তি হয়ে উঠতে পেরেছি। আর আমরা কিন্তু একই নামও শেয়ার করি (মজা করে)। আমি রবি ইন্দ্রন আর তুমি রবি চন্দ্রন (মিশা বাচাভান ইন্দ্রন, মিশা ভায়কাটাভান চন্দ্রন)।’
অর্থাৎ আমরা দু'জনেই রবি। যাঁর গোঁফ রয়েছে, তিনি ইন্দ্রন। আর যিনি গোঁফ ছাড়া, তিনি চন্দ্রন। রজনীকান্তের আইকনিক এক চরিত্রের রেফারেন্সে এই কথা বলেছেন জাদেজা। ১৯৮১ সালে রজনীকান্তের একটি ব্লকবাস্টার তামিল ছবি ছিল, যার নাম ‘থিল্লু মুল্লু’। যা আবার ১৯৭৯ সালের বলিউডের জনপ্রিয় ছবি ‘গোলমালের’ রিমেক। ঘটনাচক্রে টেস্টে বোলারদের মধ্যে জুটিতে এই মুহূর্তে সেরা অশ্বিন এবং জাদেজা। তাঁরা ৫৩টি ম্যাচ একসঙ্গে খেলেছেন। নিয়েছেন মোট ৫৪২টি উইকেট। প্রতি ম্যাচে তাদের উইকেট নেওয়ার গড় ১০.২৩। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে যে কোনও বোলিং জুটির মধ্যেও সেরা তো বটেই।