শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে সোমবার মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দল। ম্যাচে কেকেআরের বিরুদ্ধে বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।তবে চিপকে এই ম্যাচে মাঠের বাইরে ঘটে যাওয়া এক ঘটনায় বেশ বিতর্ক তৈরি হয়েছে। যা অনেকাংশে অনাকাঙ্ক্ষিত তো বটেই। এক কেকেআর সমর্থকের তরফে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কেকেআর সমর্থকদের কোনও রকম ব্যানার, পোস্টার নিয়ে মাঠে ঢুকতে বাধা দিচ্ছেন স্টেডিয়াম কর্তৃপক্ষ! ঘটনা সামনে আসতেই বিভিন্ন মহল থেকে কড়া সমালোচনাও করা হয়েছে এই ঘটনার।
আরও পড়ুন… ISL 2023-24: ওড়িশাকে ২-১ গোলে হারিয়ে মোহনবাগানের লিগ শিল্ড জয়ের অঙ্ককে কঠিন করল মুম্বই
ঘটনাটি ঘটেছে এদিনের ম্যাচ শুরুর আগে। কেকেআর সমর্থকরা মাঠে প্রবেশ করার সময়ে ঘটেছে ঘটনাটি। ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে কেকেআর সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে মাঠে কেকেআরের সমর্থনে কোন পোস্টার, ব্যানার নিয়ে যাতে ঢুকতে না পারে তারা। তাদের সঙ্গে থাকা প্রতিটা পোস্টার, ব্যানার খুলে খুলে দেখা হচ্ছিল আলাদা করে। ক্লিপে দেখা গেছে নিরাপত্তারক্ষী একটি বড় ব্যানার কেকেআরের সমর্থকের কাছ থেকে নিয়েও নিচ্ছেন। সেটা ছাড়াই ওই সমর্থক মাঠে ঢুকতে বাধ্য হন।
আরও পড়ুন… কী কথা হয়েছে বলব না কিন্তু.… বিরাট কোহলি প্রসঙ্গে বড় দাবি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের
ভিডিয়ো ক্লিপটি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘চিপকে কেকেআর সমর্থকদের পোস্টার/ব্যানার/ প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। এখানকার ম্যানেজমেন্ট অযৌক্তিক সমস্ত কারণ দেখাচ্ছে এর পিছনে। এই ভাবেই কি তোমরা অ্যাওয়ে ফ্যানদের ট্রিট কর চিপক? লজ্জা করা উচিত।’
ঘটনার অবশ্য এখানেই শেষ নয় কেকেআর ব্যাটিংয়ের সময়েও দেখা যায় চিপকের দর্শকদের একটা অংশ যখন সুনীল নারিন বাউন্ডারি মারছিলেন তখন দর্শকাসন থেকে 'বুয়িং' করছিলেন। তবে এই ঘটনা এবারের আইপিএলে প্রথম নয়। এর আগে এই ঘটনা ঘটেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে রোহিত শর্মার পোস্টার নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় এক সমর্থককে। পাশাপাশি বর্তমান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ও 'বুয়িং' করা হয়।