শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে শুরুটা বেশ ভালো ভাবেই হয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের। তারা ইতিমধ্যেই খেলে ফেলেছে তাদের প্রথম দু'টি ম্যাচ। আর এই দুই ম্যাচ খেলে দু'টিতেই জিতেছে কেকেআর দল। দল ভালো পারফরম্যান্স করলেও, একটি জায়গাতে তাদের চিন্তা রয়েই যাচ্ছে। আর তা হল তাদের পেসার মিচেল স্টার্কের ফর্ম। এবারের আইপিএল শুরুর আগে নিলামে ২৪.৭৫ কোটি টাকা খরচ করে মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর দল। তবে প্রথম দুই ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স করেননি তিনি। উল্টে বেশ রান বিলিয়েছেন তিনি। যা নিয়ে বেড়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের চিন্তা। তবে এর পরেও স্টার্ককে নিয়ে আশাবাদী কেকেআর-এর বোলিং কোচ ভরত অরুণ। তাঁর মতে, শীঘ্রই ফর্মে ফিরবেন স্টার্ক।
আরও পড়ুন: ১০৬ মিটার লম্বা ছক্কা পুরানের, বেরিয়ে গেল স্টেডিয়ামের বাইরে, ছুঁলেন KKR তারকার নজির- ভিডিয়ো
কেকেআর ইতিমধ্যেই ইডেনে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ দলের। আর দ্বিতীয় ম্যাচটি তারা খেলেছে বেঙ্গালুরুতে আরসিবির বিরুদ্ধে। দুই ম্যাচ মিলিয়ে স্টার্কের বোলিং ফিগার শূন্য উইকেটে ১০০ রান। উইকেট না পাওয়ার পাশাপাশি যে ভাবে বিপক্ষ ব্যাটাররা তাঁকে অবলীলায় মেরে চলেছেন, তাতে সমর্থকদের মনে জেগেছে আশঙ্কা। কেকেআর-এর পরের ম্যাচ রয়েছে ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে। এই ম্যাচটি তারা খেলবে বিশাখাপত্তনমে। যেখানেও কার্যত পাটা উইকেট অপেক্ষা করছে বোলারদের জন্য। আর এই ম্যাচের আগেই কেকেআর সমর্থকদের মিচেল স্টার্ককে নিয়ে আশ্বস্ত করেছেন ভরত অরুণ।
আরও পড়ুন: CLT20 কি ফিরতে চলেছে? উদ্যোগী BCCI, CA, ECB, মিলল বড় আপডেটও
তিনি বলেছেন, ‘এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। ও এমন একজন ক্রিকেটার যে পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল। সব কিছু বুঝে নিয়ে তার সঙ্গে ও ভালো ভাবেই মানিয়ে নিতে পারে। এটা ওর একটা বড় গুণ। আমি নিশ্চিত, ভবিষ্যতের ম্যাচগুলোতে আমরা অন্য এক মিচেল স্টার্ককে পাব। আমি এটা বলব যে, ওর প্রাইস ট্যাগ ওর উপর আলাদা করে চাপ তৈরি করছে না। আমরা ওর শক্তির দিকগুলো নিয়ে আলোচনা করছি। আমি নিশ্চিত, ও জানে যে, ওকে কী করতে হবে। সফল হতে গেলে ওকে কি করতে হবে, সেটা ওকে আলাদা করে বলে দেওয়ার কোন প্রয়োজন নেই। সমস্ত কন্ডিশনে ও খেলেছে। ফলে ওর অভিজ্ঞতার সম্ভার বিপুল। আমার মনে হয়, এটা সময়ের অপেক্ষা। স্টার্ক খুব শীঘ্রই ওর ফর্মে ফিরবে।’