দেশজুড়ে আইপিএল নিয়ে তৈরি হয়েছে একটা আলাদা রকম আবহ। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর একটা দিন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাও বর্তমানে তার ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগ দিয়েছেন। আইপিএলের প্রস্তুতি চালাচ্ছেন তিনি। আইপিএল ২০২৪ শুরুর আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা সদ্য সমাপ্ত ভারত বনাম ইংল্যান্ড সিরিজের কথা বলেন। ধ্রুব জুরেল, সরফরাজ খান, আকাশদীপ এবং দেবদূত পাডিক্কালের মতো তরুণ খেলোয়াড়দের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন রোহিত শর্মা। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে অভিষেক হওয়া খেলোয়াড়দের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি এই তরুণ ক্রিকেটারদের সঙ্গে খেলাটা দারুণ উপভোগ করেছেন।
কোন কোন খেলোয়াড়দের অভিষেক হয়েছিল
বিরাট কোহলি সহ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে, পাঁচ তরুণ খেলোয়াড় রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, আকাশ দীপ এবং দেবদূত পাডিক্কাল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তাদের টেস্ট অভিষেক করেছিলেন।
রোহিত তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বলেছেন-
‘ব্যক্তিগতভাবে, আমি সত্যিই তাদের সঙ্গে কাজটা উপভোগ করেছি। সব অল্পবয়সী ছেলেরা ছিল খুব এনার্জেটিক। আমি তাদের বেশিরভাগকে ভালভাবে জানতাম এবং তাদের শক্তিশালী পয়েন্ট সম্পর্কে সচেতন ছিলাম। আমি জানতাম তারা কীভাবে খেলতে চায়। আমার কাজ ছিল শুধুমাত্র তাদের কমফর্ট দেওয়া। তারা যেভাবে আমার এবং রাহুল ভাইয়ের প্রত্যাশা পূরণ করেছেন তা দুর্দান্ত ছিল।’
এই সময় সরফরাজ খানের বিশেষ প্রশংসা করেছিলেন রোহিত শর্মা এবং তিনি আরও বলেছিলেন যে তিনি তার বাবার সঙ্গে খেলেছিলেন। রোহিত বলেন, ‘আমি একটা সময়ে কঙ্গা লিগে সরফরাজের বাবার সঙ্গে খেলেছিলাম। আমি তখন খুব ছোট ছিলাম, সে সময়ের তিনি একটা জনপ্রিয় নাম ছিলেন। বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন তিনি। তিনি এবার তাঁর প্রচেষ্টার পুরষ্কার পেয়েছেন এবং আমি তাঁকে অভিনন্দন জানাতে চাই। সরফরাজের টেস্ট ডেবিউ ক্যাপটা যতটা সরফরাজের তার থেকে অনেক বেশি ওর বাবার।’
MI এর হয়ে কী সরফরাজ খান সুযোগ পাবেন?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না সূর্যকুমার যাদব। স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচারের পরে পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য তিনি বেঙ্গালুরুর এনসিএ-তে ছিলেন। ডিসেম্বর থেকে ক্রিকেটের বাইরে থাকা সূর্যকুমারও মঙ্গলবার এনসিএ-তে ফিটনেস পরীক্ষা করেছিলেন। বলা হচ্ছে এই পরীক্ষায় তিনি ফেল করেছেন। তবে এখন বৃহস্পতিবার একবার তার ফিটনেস পরীক্ষা হবে।
আরও পড়ুন… বুমরাহর ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন ম্যাকগ্রা
আশ্চর্যের বিষয় ছিল যে আইপিএল ২০২৪ নিলামে সরফরাজ খানকে কোনও দলই কেনেনি। নিলামে অবিক্রিত থেকে যান তিনি। তবে এখন বলা হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পারেন সরফরাজ খান। প্রয়োজনে মুম্বই ইন্ডিয়ান্সে সূর্যকুমারের স্থলাভিষিক্ত হতে পারেন সরফরাজ খান। তাঁর ভাই মুশির খান সোশ্যাল মিডিয়াতে তেমনই ইঙ্গিত দিয়েছেন।