শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল শুরুর আগেই বদল হয়েছে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব। ৪২ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছেড়েছেন। সেই ভার তুলে দিয়েছেন নবীন তারকা রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। তবে এখনও এই বয়সে যেন দলের প্রাণভ্রোমরা হয়ে থেকে গিয়েছেন ধোনি। বয়স বেড়েছে ঠিকই, তবে উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা এখনও একটুও কমেনি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে উইকেটের পিছনে বিজয় শঙ্করের এক অনবদ্য ক্যাচ লুফেছেন তিনি। ঝাঁপিয়ে পড়ে দুই হাতে তালুবন্দি করেছেন সেই ক্যাচ। ধোনির ধরা এই ক্যাচকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। মজার ছলে ধোনিকে ‘বুড়ো’ বলেও উল্লেখ করেছেন বীরু। পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছেন সিএসকের অপর সিনিয়র ক্রিকেটার অজিঙ্কা রাহানে, ধোনির থেকেও বেশি ফিট এই মুহূর্তে।
সিএসকে বনাম গুজরাট টাইটান্স ম্যাচ শেষ হওয়ার পরে ক্রিকবাজে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বলেন, ‘আমরা জানি ক্যাচেস উইন ম্যাচেস (অর্থাৎ ক্যাচ ধরলেই জেতা যাবে ম্যাচ)। অজিঙ্কা রাহানে খুব ভালো একটা ক্যাচ ধরেছে। রাচিন রবীন্দ্রর ক্যাচটাও বেশ ভালো। বুজুর্গ (বুড়ো) ধোনির ক্যাচটাও খুব ভালো।’ ক্রিকবাজের ওই অনুষ্ঠানের প্যানেলে ছিলেন রোহন গাভাসকরও। ধোনিকে নিয়ে বীরেন্দ্র সেহওয়াগের এই মন্তব্যের পরে তিনি নিশ্চিত হতে বীরুকে কয়েকটা প্রশ্ন করেন। রোহন জিজ্ঞেস করেন, ‘তুমি তো রাহানেকে বুজুর্গ (বুড়ো) অর্থাৎ বুড়ো বলে সম্বোধন করলে না!’ জবাবে বীরেন্দ্র সেহওয়াগ বুঝিয়ে দেন রাহানে এবং ধোনির মধ্যে বয়সের ফারাক অনেকটাই।
আরও পড়ুন: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো
বীরু বলেন, ‘ওদের (ধোনি-রাহানে) বয়স তো সমান নয়। দু'জনের বয়সের মধ্যে বেশ ফারাক রয়েছে। রাহানে কিন্তু ধোনির থেকে অনেক বেশি ফিট। একজন ৩৫ বছর বয়সী এবং একজন ৪১ বছর বয়সীর মধ্যে তো পার্থক্য থাকবেই। এমএস ধোনির এখন বয়স হচ্ছে। আর এই বিষয়ে কোনও রকম কোনও সন্দেহ থাকতেই পারে না।’ পাশাপাশি সিএসকের নয়া অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ভূয়সী প্রশংসা করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর মতে, ‘আমি ওর অধিনায়কত্বে বেশ খুশি। ওর মাথাটা বেশ ঠান্ডা। চাপের মধ্যে ও চট করে ঘাবড়ে যায় না। ব্যাটিংয়ের পাশাপাশি ওর ফিল্ডিংটাও বেশ ভালো।’