বাংলা নিউজ > ক্রিকেট > SL vs BAN Asia Cup 2023: নিজের দায় অস্বীকার করলেন না, তবে হারের জন্য বাকি ব্যাটসম্যানদের দিকেও আঙুল তুললেন শাকিব

SL vs BAN Asia Cup 2023: নিজের দায় অস্বীকার করলেন না, তবে হারের জন্য বাকি ব্যাটসম্যানদের দিকেও আঙুল তুললেন শাকিব

শানাকাদের সঙ্গে সৌজন্য বিনিময় শাকিবের। ছবি- এপি।

Sri Lanka vs Bangladesh Asia Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে ওঠার পরে ব্যর্থতার কারণ জানালেন বাংলাদেশের ক্যাপ্টেন। লড়াই করার জন্য কত রান দরকার ছিল তাঁদের, সেটাও জানাতে ভোলেননি শাকিব আল হাসান।

তামিম ইকবাল, লিটন দাসের মতো তারকাদের অনুপস্থিতিতে ব্যাট হাতে তাঁর নিজের দায়িত্ব নেওয়া উচিত ছিল বলে মেনে নিলেন শাকিব আল হাসান। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এ নিজেদের প্রথম ম্যাচে হারের জন্য দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতাকেও দায়ি করলেন বাংলাদেশ দলনায়ক। বল হাতে দলের হয়ে সেরা পারফর্ম্যান্স উপহার দেন শাকিব। তবে নিজের ব্যাটিং ব্যর্থতাকে আড়াল করতে চাওয়ার প্রচ্ছন্ন প্রয়াস ধরা পড়ে শাকিবের কথায়।

বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের বি-গ্রুপের ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে কার্যত একতরফাভাবে ম্যাচ হারতে হয় শাকিবদের। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪২.৪ ওভারে মাত্র ১৬৪ রানে অল-আউট হয়ে যায়। ব্যাট হাতে একা লড়াই চালান নাজমুল হোসেন শান্ত। তিনি ৮৯ রানের লড়াকু ইনিংস খেলে মাঠ ছাড়েন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। শাকিব ৫ রান করে মাঠ ছাড়েন।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৫ রান তুলে নেয়। ৬৬ বল বাকি থাকতে ৫ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে গতবারের চ্যাম্পিয়নরা।

এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে

শ্রীলঙ্কার কাছে এভাবে লাঞ্ছিত হওয়ার পরে শাকিব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের দায় স্বীকার করে নেন। তবে দলের হারের জন্য ব্যাটিং ভরাডুবির কথা উল্লেখ করতে ভোলেননি তিনি। অর্থাৎ, শাকিবের ইঙ্গিত ছিল এই যে, তাঁর একার জন্য নয়, বরং ব্যাট হাতে বাকি সবার ব্যর্থতার জন্যই হারতে হয় বাংলাদেশকে।

তামিম ও লিটনের অনুপস্থিতিতে ব্যাট হাতে নিজের বাড়তি দায়িত্ব প্রসঙ্গে শাকিব বলেন, ‘হ্যাঁ, ব্যাটিংয়ে আমার উপর বাড়তি দায়িত্ব ছিল। আমি সেটা পালন করতে পারিনি। তবে সার্বিকভাবে আমাদের ব্যাটিং মোটেও ভালো হয়নি। সামনে আরও একটা বড় ম্যাচ রয়েছে।’

আরও পড়ুন:- County Cricket: গুজরাটের জার্সিতে IPL মাতিয়ে এবার কাউন্টিতে পাড়ি সাই সুদর্শনের, যোগ দিলেন লিগ টেবিলের শীর্ষে থাকা দলে

পালটা লড়াই করার জন্য কত রান প্রয়োজন ছিল এমন প্রসঙ্গে শাকিব বলেন, ‘এটা ৩০০ রানের পিচ নয়। তবে লড়াই করার জন্য অন্তত ২২০-২৩০ রান তোলা দরকার ছিল।’

শ্রীলঙ্কা ম্যাচে নিজেদের বোলিং পারফর্ম্যান্স নিয়ে বাংলাদেশ দলনায়ক বলেন, ‘যখন ওরা (শ্রীলঙ্কা) ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে (আসলে ৪৩ রানে), আমরা জানতাম যে, আমাদের আরও গোটা দুয়েক উইকেটের দরকার ছিল। দুর্ভাগ্যের বিষয় হল, আমরা তা তুলে নিতে পারিনি। বোলাররা, বিশেষ করে স্পিনাররা বেশ কিছুদিন ধরেই নিজেদের কাজ যথাযথ করে চলেছে। তবে আমাদের হাতে পর্যাপ্ত রান ছিল না।’

বন্ধ করুন