বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপের আগে এখনও সেট হয়নি কম্বিনেশন, দ্রাবিড়ের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক জয় শাহর- রিপোর্ট

বিশ্বকাপের আগে এখনও সেট হয়নি কম্বিনেশন, দ্রাবিড়ের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক জয় শাহর- রিপোর্ট

জয় শাহ এবং রাহুল দ্রাবিড়।

জয় শাহ ১৩ অগস্ট মিয়ামিতে পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। যে ম্যাচটি ভারত হেরে গিয়ে সিরিজ হাতছাড়া করে। এর পরেই দলের প্রধান কোচের সঙ্গে বৈঠকে বসেন বিসিসিআই সচিব। মনে করা হচ্ছে, এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে দু'জনের মধ্যে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সে শুধু ভক্তরা নয়, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (BCCI) ক্ষুব্ধ। বোর্ড স্পষ্ট ভাবে রোহিত অ্যান্ড কোং-কে বলে দিয়েছে যে, বিশ্বকাপকে কোনও অবস্থাতেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়। কোনও অবহেলা বরদাস্ত করা হবে না। ক্রিকবাজ দাবি করেছে যে, জয় শাহ ব্যক্তিগত কাজে আমেরিকায় গিয়েছিলেন। তখনই টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর দু' ঘন্টার বৈঠক হয়। এবং সেই বৈঠক যে খুব মিষ্টি-মধুর হয়েছে, এমনটা কেউই মনে করছেন না।

জয় শাহ ১৩ অগস্ট মিয়ামিতে পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। যে ম্যাচটি ভারত হেরে গিয়ে সিরিজ হাতছাড়া করে। এর পরেই দলের প্রধান কোচের সঙ্গে বৈঠকে বসেন বিসিসিআই সচিব। দ্রাবিড় নিজেই গিয়েছিলেন জয় শাহর সঙ্গে তাঁর হোটেলে দেখা করতে। মনে করা হচ্ছে, দু'টি হাইপ্রোফাইল টুর্নামেন্ট- এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দু'জনের মধ্যে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: শাহিনদের নেটে খেলি- বুমরাহের প্রত্যাবর্তন প্রশ্নে ছক্কা হাঁকালেন পাক ব্যাটার

যদিও বোর্ডের অন্দরমহলের দাবি, এটি নেহাৎ-ই সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে বিষয়টি এতটাও সোজাসাপ্টা নয়। শোনা যাচ্ছে, দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে দ্রাবিড়ের সঙ্গে দেখা করে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন জয় শাহ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, দেশের মাটিতে ভারতকে যে কোনও মূল্যে বিশ্বকাপ জিততেই হবে। মোদ্দা কথা, বিশ্বকাপটা যে রাহুল দ্রাবিড়ের জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে, সে কথাই বুঝিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব। পাশাপাশি ভারতীয় দলের কোচিং স্টাফে আর কাউকে যোগ করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে টিম ইন্ডিয়ার ক্যাম্পও ২৪ অগস্ট থেকে বেঙ্গালুরুর আলুরে অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন: ছক্কা ছাড়াও সেঞ্চুরি হাঁকাতে পারে ও- 2024 T20 WC-এ কোহলিকে দলে রাখার পরামর্শ প্রাক্তন কোচের

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আমেরিকার ফ্লোরিডায় শেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। এই বৈঠক হয়েছে তার আগেই। ব্যক্তিগত সফরে সে দেশে যান জয় শাহ। তাঁর হোটেলেই বৈঠক হয়েছে। ভারতীয় দল অন্য হোটেলে ছিল। ফলে দ্রাবিড়কেই গাড়ি করে জয় শাহের হোটেলে গিয়ে বৈঠক করতে হয়েছে। প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে জয় শাহকে হাজির থাকতেও দেখা গিয়েছে।

এ দিকে, এশিয়া কাপের দল কবে নির্বাচন করা হবে, তা নিয়ে এখনও কোনও খবর নেই। সূত্র মারফৎ জানা গিয়েছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৮ অগস্ট প্রথম টি-টোয়েন্টির পরেই দল নির্বাচন করা হতে পারে। প্রায় ১১ মাস পর মাঠে ফিরতে চলেছেন জাসপ্রীত বুমরাহ। তাঁর ফিটনেস লেভেল দেখার পরেই এশিয়া কাপের দল চূড়ান্ত করা হবে।

ক্রিকেট খবর

Latest News

'৫০০ কোটি ডলার চাইব', বলেছিলেন ইউনুস, শেষে ২ বিলিয়নই পেল বাংলাদেশ কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.