শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে টি-২০ ফর্ম্যাটে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার জোস বাটলার। সংক্ষিপ্ত ফর্ম্যাটে ইংল্যান্ডের অধিনায়ক বাটলার চলতি আইপিএলের মরশুমে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ দিয়েই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বাটলার। ওই ম্যাচে শেষ বলে ছয় মেরে শতরান করে দলকে জিতিয়েছিলেন। আর মঙ্গলবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেও যেন বাটলারের সেই ব্যাটিংয়ের রিপিট টেলিকাস্ট দেখা গেল। এদিন শতরান তো করেছেনই, পাশাপাশি দলকে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছেন। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে এক কদম দূরে রয়ে গেলেন নয়া নজির গড়ার থেকে।
এদিন কেকেআরের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১০৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন বাটলার। এটি ছিল তাঁর আইপিএল কেরিয়ারের সপ্তম শতরান। যা বিরাট কোহলির থেকে মাত্র একটি শতরান দূরে। আইপিএলে বিরাটের ঝুলিতে রয়েছে ৮টি শতরান। আইপিএলের ইতিহাসে ব্যক্তিগত ক্রিকেটার হিসেবে যা নিঃসন্দেহে নজির। চলতি মরশুমে বিরাট কোহলি এবং বাটলার দু'জনেই দুরন্ত ফর্মে রয়েছেন। তবে দলগত ভাবে দু'জন যেন দুই মেরুতে অবস্থান করছেন। বাটলারের দল রাজস্থান রয়্যালস রয়েছে লিগ তালিকার শীর্ষে। আর অন্যদিকে বিরাটের আরসিবি লিগ তালিকায় রয়েছে একেবারে নীচের দিকে।
আরও পড়ুন: অর্ধেক প্লেয়ার ইংরেজিই বোঝে না- RCB-র ব্যর্থতার গুরুতর দিকটি তুলে ধরলেন সেহওয়াগ
২০০৮ সাল থেকে কোহলি আরসিবির হয়ে খেলছেন। তিনি এখনও পর্যন্ত শতরান করেছেন আটটি। বিরাট কোহলি খেলেছেন এখনও পর্যন্ত ২৪৪টি ম্যাচ। তার সর্বোচ্চ রান ১১৩। অন্যদিকে বাটলার খেলেছেন মাত্র ১০২টি আইপিএলের ম্যাচ। যার মধ্যে তাঁর শতরানের সংখ্যা দাঁড়াল ৭। সর্বোচ্চ রান ১২৪। তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিস গেইল ১৪২টি ম্যাচ খেলে করেছিলেন ছয়টি শতরান। এর পরেই যৌথভাবে রয়েছেন কেএল রাহুল, শেন ওয়াটসন এবং ডেভিড ওয়ার্নার। প্রত্যেকেই চারটি করে শতরান করেছেন। এর পরেই রয়েছেন ভারতের শুভমন গিল, সঞ্জু স্যামসন। এঁরা এখনও পর্যন্ত দু'জনে তিনটি করে শতরান করেছেন।