শুভব্রত মুখার্জি:- শেষ ওডিআই বিশ্বকাপের অন্যতম নায়ক বলা যেতে পারে নিউজিল্যান্ড ব্যাটার ডারিল মিচেলকে। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওডিআই বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড দল। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরে যায় তারা। তাদের এই সাফল্যের অন্যতম কারিগর ডান হাতি এই ব্যাটার ডারিল মিচেল। বিশ্বকাপে দুটি শতরানও হাঁকিয়েছিলেন এই ব্যাটার। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন এক দুরন্ত ইনিংস। তাঁর ওই ইনিংস দেখার পরেই বিশেষজ্ঞদের অনেকেই আশা করেছিলেন আসন্ন আইপিএলের নিলামে দল নিশ্চয় পাবেন ডারিল মিচেল। বাস্তবে ঘটেওছে সেই ঘটনা। আইপিএলের অন্যতম সফলতম দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে জায়গা পেয়েছেন তিনি। আর এই জায়গা পেয়েই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির থেকে শিখতে মুখিয়ে রয়েছেন তিনি।
প্রসঙ্গত সিএসকের হয়ে বেশ কয়েকজন নিউজিল্যান্ড ক্রিকেটার খেলেন। যারা প্রত্যেকেই আবার ওডিআই বিশ্বকাপে দেশের হয়ে একসঙ্গে খেলেছেন। এদের মধ্যে মিচেল স্যান্টনার,ডেভন কনওয়ে আগে থেকেই খেলতেন সিএসকের হয়ে। মিনি নিলাম থেকে দলে জায়গা পেয়েছেন রাচিন রবীন্দ্র। পাশাপাশি জায়গা পেয়েছেন ডারিল মিচেলও। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে একসঙ্গে খেলার আনন্দ তো রয়েইছে। পাশাপাশি রয়েছে মহেন্দ্র সিং ধোনির মতন একজন সফল , অভিজ্ঞ অধিনায়কের অধিনায়কত্বে খেলার। সেই বিষয়ে বলতে গিয়েই ডারিল মিচেল জানিয়েছেন তিনি মুখিয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনির থেকে শিখতে।
সিএসকের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এক ভিডিয়োতে তিনি বলেছেন, ‘সিএসকের ভক্তরা তোমাদেরকে আমার নমস্কার। প্রথমত আমাকে তোমাদের অঙ্গ হতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে হলুদ জার্সি পড়তে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। একটা অসাধারণ ফ্র্যাঞ্চাইজি। এর অংশ হতে আমার আর তর সইছে না। ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্রর সঙ্গে খেলার বিষয়ে আমি খুব উত্তেজিত। সবাই কিউয়ি। পাশাপাশি আমি মহেন্দ্র সিং ধোনির থেকেও শিখতে মুখিয়ে রয়েছি। এই অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখতে পারব। সিএসকের সাজঘরে থাকার একটা অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে। স্টিফেন ফ্লেমিংয়ের ( সিএসকের কোচ) অধীনে খেলতে মুখিয়ে রয়েছি।’