একের পর এক মডেল-অভিনেত্রীর উত্তেজক ছবি। এমনকি এক্স-রেটেড মডেলদের ছবিও শেয়ার করা হয়েছে সেখানে। ক্রিকেটার শিবম মাভির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের এমন গতিবিধি স্বাভাবিকভাবেই সংশয়ে ফেলেছে অনুরাগীদের।
গত ২৭ ডিসেম্বর থেকে উত্তরপ্রদেশের তারকা পেসার শিবম মাভির টুইটার (এক্স) অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে একের পর এক মহিলাদের উত্তেজক ছবি ও ভিডিয়ো। এমনকি তাঁর অ্যাকাউন্ট থেকে লাইক করা হয়েছে বহু মডেলের ছবি ও ভিডিয়োয়।
গত আইপিএল নিলামে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেওয়া ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন। তিনি অতীতে কখনই এমন কিছু পোস্ট করেননি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। স্বাভাবিকভাবেই হঠাৎ করেই মাভির টুইটার অ্যাকাউন্টের এমন সন্দেহজনক আচরণ দেখে খটকা লাগে অনুরাগীদের।
যদিও মাভির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে ক্রিকেটপ্রেমীদের ধারণা, এটা মাভির কাজ নয় কখনই। ক্রিকেট সংক্রান্ত বিষয় বলতে মাভি শেষবার রিপোস্ট করেন রাজীব শুক্লার একটি টুইট, যেখানে রাজ্যসভার সাংসদ তথা বিসিসিআই কর্তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় উত্তরপ্রদেশের ১১ জন ক্রিকেটার আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়ায়।
উল্লেখ্য, শিবম মাভিকে গত আইপিএল নিলাম থেকে ৬ কোটি ৪০ লক্ষ টাকার বিশাল অঙ্কে দলে নেয় লখনউ সুপার জায়ান্ট। মাভিই হলেন এবারের মিনি নিলাম থেকে লখনউয়ের কেনা সব থেকে দামি ক্রিকেটার। লখনউয়ে যোগ দেওয়ার আগে আইপিএলে শিবম মাভি ছিলেন গুজরাট টাইটানস শিবিরে।
২০২৩-এর আইপিএল নিলাম থেকে উত্তরপ্রদেশের পেসারকে ৬ কোটি টাকার বিনিময়ে দলে নেয় গুজরাট টাইটানস। তবে একটিও ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি মাভির। এবছর আইপিএল নিলামের আগে তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় টাইটানস। উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর মাভিকে দলে নেওয়ার জন্য কোনও আগ্রহ দেখায়নি লখনউ। তারা সেবার শিবমের জন্য দরই হাঁকেনি। তবে এবার মাভিকে যে কোনও মূল্য দলে নেওয়ার জন্য ঝাঁপায় এলএসজি।
২০১৮, ২০২০, ২০২১ ও ২০২২, আইপিএলের চারটি মরশুমের মোট ৩২টি ম্যাচে মাঠে নেমেছেন শিবম মাভি। সাকুল্যে উইকেট নিয়েছেন ৩০টি। ২০২১ সালে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ৯টি ম্যাচে মাঠে নেমে ১১টি উইকেট সংগ্রহ করেন শিবম। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত সেটিই তাঁর সেরা মরশুম। শিবম মাভি ভারতের হয়ে মোট ৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে সংগ্রহ করেছেন মোট ৭টি উইকেট।