ইডেনের নিরাপত্তা ভেঙে জোর করে মাঠে প্রবেশ করে সেই ব্যাক্তি। সেই দর্শক বিরাট কোহলির দিকে ছুটতে থাকেন। যা দেখে বিরাট কোহলিও পিছতে থাকেন। তখনই সেই সমর্থককে থামাতে দূর থেকে দুই নিরাপত্তা কর্মী ছুঁটে আসেন। কিন্তু ততক্ষণে বাহুবলীর মতো মাঠে ঢুকে পড়েছেন কলকাতা পুলিশের এর কর্তা।
বিরাট কোহলি এই কথোপকথনের সময় রজত পতিদার সম্পর্কে অনেক কথা বলেছিলেন। বিরাট বলেছেন, ‘আমরা ভবিষ্যতে এই ব্যাটসম্যানের নাম শুনতে থাকব।’ RCB-র প্রাক্তন অধিনায়ক কোহলি বলেন যে তিনি আইপিএলে অনেক শতরান দেখেছেন, তবে সম্ভবত এই লিগে এর চেয়ে ভালো সেঞ্চুরি তিনি দেখেননি।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ছবি:পিটিআই) (PTI)
হার্ষালের সঙ্গে ফ্যাফের কথা প্রসঙ্গে RCB ক্যাপ্টেন বলেন, ‘সে একজন হাই প্রেসারের সময়কার বোলার এবং আমি যখনই চাপে থাকি তখনই আমি তার কাছে যাই। তিনি আমাকে বলেছিলেন যে আমি চাপ কমাতে চাই, যা তার সাথে আমার প্রথম কথোপকথন ছিল।’
লখনউ সুপার জায়ান্টসের হারের পরেই দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরের একটি প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে। লখনউ সুপার জায়ান্টসের হারের পর গৌতম গম্ভীরকে তার দলের অধিনায়ক কেএল রাহুলের দিকে তাকিয়ে কিছু বলতে দেখা গেছে। সেই সময় রাহুল অবশ্য গৌতমের চোখের দিকেও তাকাতে পারেননি।
কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার যে এলিমিনেটর ম্যাচ শুরু হয়েছিল, সেই ম্যাচেই এই নজির স্পর্শ করেছেন তরুণ প্রতিভাবান এই শ্রীলঙ্কান স্পিনার। কাকাতলীয়ভাবে যার জায়গায় তিনি আরসিবি দলে এসেছিলেন সেই যুজবেন্দ্র চাহাল ও চলতি মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে ২৫টির বেশি উইকেট ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন।
নিলামে দল না পাওয়া নিয়ে মুখ খুললেন রজত পতিদার (ছবি-পিটিআই) (PTI)
রজত পতিদার জানান, ‘ডট বলের মুখোমুখি হওয়ার পরেও আমি চাপে আসি না, কারণ আমি জানি আমার ক্ষমতা আছে।’ এরপরে যখন তার নিলামে না নেওয়ার প্রসঙ্গ উঠে আসে তখন রজতের জবাব জিতে নেয় সকলের মন। তিনি বলেন, ‘আমাকে নিলামে তোলা হয়নি, তবে সেই সময়টা আমি অনুশীলনে জড়িত ছিলাম এবং এটাই আমাকে সাহায্য করেছে।’
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল ম্যাচের পরে বলেন, ‘আমি মনে করি, আমরা কী কী কারণে জিততে পারিনি সেটা কিন্তু বেশ পরিষ্কার। আমরা মাঠে নিজেদেরকে ছোট করেছি। সহজ ক্যাচ ড্রপ করে কখনই ম্যাচ জেতা যায় না। যখন সেরা তিনের মধ্যে কেউ সেঞ্চুরি করেন, তখন সেই দল বেশিভাগ সময়ে জেতে।’