ফানকোড দ্বারা পরিচালিত শ্রীরাম ক্যাপিটাল মহারাজা ট্রফি KSCA T20-তে বৃহস্পতিবার গুলবার্গা মিস্টিকসকে হারিয়েছে শিবমোগা লায়ন্স। এদিন ক্রিকেট ভক্তরা একটি থ্রিলার ম্যাচ উপভোগ করেছেন। এদিনের ম্যাচে ১৭৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে শিবমোগা লায়ন্স ৪.৫ ওভারে ৩৯ রানের মধ্যেই তাদের পাঁচ উইকেট হারিয়ছিল। এরপরে শ্রেয়স গোপাল ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন। এই সময়ে অভিনব মনোহর ২৮, এস শিবরাজ অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন। এছাড়াও এইচএস শরৎ অপরাজিত ৩১ রানের অবদান রাখেন। কঠিন অবস্থা থেকে দলকে বড় রানের দিকে নিয়ে যান। এবং লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারেই তিন উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রেয়স গোপালের শিবমোগা লায়ন্স।
এদিনের ম্যাচে শিবমোগা অধিনায়ক শ্রেয়স গোপাল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ম্যাচের প্রথম ওভারেই ক্রান্তি কুমার রান আউট করেন এলআর চেথানকে, ফলে চাপে পড়ে যায় গুলবার্গা। এরপরে শিবমোগা বোলাররা সৌরভ মুত্তুর উইকেট তুলে নেন। ভি কৌশিক দলের হয়ে দ্বিতীয় উইকেটটি শিকার করেন। যাইহোক, ওপেনার আদর্শ প্রজওয়ালের ৪১ বলে ৪৩ রানের একটি ভালো ইনিংস খেলেন। কয়েকটি বাউন্ডারি মারেন এবং পাওয়ারপ্লে শেষে গুলবার্গা স্কোর বোর্ডে ৩৫/২ রান তোলে। পেসার শরথের করা ১০তম ওভারে সাউথপা আর স্মরণ চল্লিশ রান করে আউট হন।
এরপরে নোরনহা ১২ বলে ১৬ রান ও অমিত বর্মা ১০ বলে ১০ রান করেন। শ্রীনিবাস শরৎ ১১ বলে ঝোড়ো ২২ রানের ইনিংস খেলে দলের স্কোরকে ১৭৫ নিয়ে যান। তবে এই সময় অভিনাশ মাত্র ৯ বলে ১৯ রানের ইনিংস খেলেন। শিবমোগা পেসার ক্রান্তি কুমার চার ওভার বল করে ১৭ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন।
এই রানের জবাবে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে মাত্র ৩৯ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়েছিল শিবমোগা লায়ন্স। সকলেই সেই সময়ে ভেবেছিলেন যে এই ম্যাচ শিবমোগা লায়ন্স জিততে পারবে না। তবে সেখান থেকেই শুরু হয় আসল ম্যাচ। এরপর শ্রেয়স গোপালের ৩৭ বলে ৫২ রানের ইনিংস শিবমোগা লায়ন্সকে অক্সিজেন দেয়। এরপরে অভিনব মনোহর ৩২ বলে ২৮ রানের ইনিংস খেলেন। শিবরাজ ১৭ বলে ২৭ রান করে জয় নিশ্চিত করেন এবং এইচএস শরৎ মাত্র ১১ বলে ৩১ রানের ইনিংস খেলে অসম্ভবকে সম্ভব করে দেখান। এই ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স গোপাল।