বাংলা নিউজ > ক্রিকেট > ধোনির নেতৃত্বে মাঠে নেমে প্রথম ম্যাচে ৫০ করেও আর সুযোগ পাননি! এবার অবসর নিলেন ৩৮ বছরের ফয়েজ ফজল

ধোনির নেতৃত্বে মাঠে নেমে প্রথম ম্যাচে ৫০ করেও আর সুযোগ পাননি! এবার অবসর নিলেন ৩৮ বছরের ফয়েজ ফজল

এবার অবসর নিলেন ৩৮ বছরের ফয়েজ ফজল (ছবি-এক্স)

Indian Cricketer Faiz Fazal Retirement: টিম ইন্ডিয়ার জার্সি গায়ে সফল হয়েও সেভাবে ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় খেলোয়াড়দের মধ্যে আরও এক ক্রিকেটার নিজের অবসরের ঘোষণা করে দিলেন। আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৮ বছর বয়সী ফয়েজ ফজল।

Faiz Fazal Retirement: টিম ইন্ডিয়ার জার্সি গায়ে সফল হয়েও সেভাবে ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় খেলোয়াড়দের মধ্যে আরও এক ক্রিকেটার নিজের অবসরের ঘোষণা করে দিলেন। আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৮ বছর বয়সী ফয়েজ ফজল। ২০১৬ সালে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তার ওডিআই অভিষেক হয়েছিল। কিন্তু ভারতের হয়ে মাত্র ১টি ওডিআই ম্যাচ খেলা পরে আর সুযোগ পাননি তিনি। তবে এই নয় যে সেই ম্যাচে ফজল ব্যর্থ হয়েছলেন। ভারতের জার্সি গায়ে জীবনের প্রথম ম্যচে সফল হয়েছিলেন তিনি। তবে ফয়েজ ফজলের প্রথম শ্রেণি এবং লিস্ট-এ ক্যারিয়ার বেশ উজ্জ্বল। ফয়েজ ফজলের অধিনায়কত্বেই বিদর্ভ প্রথম রঞ্জি ট্রফি জিতেছিল।

বার্তায় কী লিখলেন Faiz Fazal?

ভারতীয় দলের হয়ে একমাত্র ওডিআই ম্যাচ খেলা বিদর্ভের প্রাক্তন অধিনায়ক ফয়েজ ফজল পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৩৮ বছর বয়সী ফজল তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখে নিজের অবসরের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সোমবার, আমি নাগপুরের মাঠে শেষবারের মতো ক্রিকেট খেলব, যেখানে ২১ বছর আগে আমি আমার প্রথম-শ্রেণির ক্রিকেটের যাত্রা শুরু করেছিলাম। এটি একটি অবিস্মরণীয় স্মৃতি, যা আমি সারা জীবন মনে রাখব।’

তিনি আরও বলেন, ‘বিদর্ভ এবং ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা এবং সেই জার্সি পরা আমার জন্য গর্বের বিষয়। আমি আমার ২৪ নম্বর জার্সিকে খুব মিস করব। একটি অধ্যায় শেষ হলে আরেকটি অধ্যায় আপনার জন্য অপেক্ষা করছে। ভবিষ্যতে জীবন আমাকে কী সুযোগ দেয় তা আমি দেখব।’

উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ফয়জলের। ২০১৬ সালে ভারতীয় দলের হয়ে একমাত্র ওডিআই ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। তিনি বিদর্ভ ক্রিকেট গ্রাউন্ডে ১৭ ডিসেম্বর ২০০৩ সালে তাঁর প্রথম রঞ্জি ম্যাচ খেলেছিলেন। রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে ১৫১ রান করেছিলেন ফয়েজ ফজল। তিনি মোট ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১১৩টি লিস্ট এ ম্যাচ এবং ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ধোনির অধিনায়কত্বে ভারতের হয়ে অভিষেক করেছিলেন ফয়েজ ফজল

২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের হয়ে ওডিআই অভিষেক হয়েছিল ফয়েজ ফজলের। যেখানে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই অপরাজিত হাফ সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার ব্যাটসম্যান। কেএল রাহুলের সঙ্গে ইনিংস শুরু করে তিনি ৬১ ​​বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু এরপর আর ভারতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি।

কেমন ছিল প্রথম শ্রেণির কেরিয়ার?

প্রথম শ্রেণির ক্রিকেটে ফয়েজের রেকর্ড বিস্ময়কর। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৯১৮৩ রান করেছেন। এই সময়কালে তার গড় ছিল ৪১.৩৬। ফায়েজ প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি করেছেন। ফজল ৫৩টি প্রথম শ্রেণির, ৩৬টি লিস্ট এ এবং ২৭টি টি-টোয়েন্টি ম্যাচে বিদর্ভের অধিনায়কত্ব করেছেন। তিনি প্রথম শ্রেণি এবং লিস্ট এ উভয় ক্রিকেটেই বিদর্ভের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি বিদর্ভের হয়ে ১০০ টিরও বেশি ম্যাচ খেলেছেন। লিস্ট এ ক্রিকেটে ৬৭.৯১ গড়ে ৩৬৪১ রান করেছেন ফয়েজ ফজল।

ক্রিকেট খবর

Latest News

'ওরা বিচার চায় না, চেয়ার চায়', বললেন মমতা, ডাক্তারদের একতা ভাঙতেও মরিয়া রাজ্য? মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তাদের বৈঠক বাতিল, তথাগত লিখলেন,‘মেরুদণ্ড সোজাই..' সর্বকালের সেরা ভারতীয় দলে জায়গা হল না দুই ১০ হাজারির! গম্ভীরকেও বাদ দিলেন চাওলা 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! ২০২১ সালে হারিয়েছিলেন বড় ছেলেকে, এবার না ফেরার দেশে ইয়েচুরি ‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.