শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ড সিনিয়র ক্রিকেট দলের প্রাক্তন তারকা রস টেলর। দীর্ঘ দিন অবসর নিলেও, জাতীয় দলের বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল তিনি। এবার তিনিই মুখ খুলেছেন সিনিয়র দলের তারকা বাঁহাতি পেসার নেইল ওয়াগনারের অবসর গ্রহণ নিয়ে। তাঁর মতে নেইল ওয়াগনার স্বেচ্ছায় অবসর নেননি। তাঁর উপর তৈরি হওয়া চাপের কারণে নাকি বাধ্য হয়েই অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। পাশাপাশি নিউজিল্যান্ড দলের অন্দরে সমস্যা থাকলেও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন: T20 WC-এ ইন্দো-পাক ম্যাচের টিকিট কোটিতে বিকোচ্ছে, অথচ স্টেডিয়ামের কাজ অনেক বাকি, ছবি দিল ICC
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড দল। ইতিমধ্যেই প্রথম টেস্ট হয়ে গিয়েছে। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের ফলে সিরিজে আপাতত ১-০ পিছিয়ে রয়েছে কিউয়িরা। ঘটনাচক্রে ওয়েলিংটনে এই প্রথম টেস্ট শুরুর আগেই এক সাংবাদিক সম্মেলন করে নিজের অবসর গ্রহণের কথা জানিয়েছিলেন নেইল ওয়াগনার। সেই সময়ে কোনও মতে নিজের কান্না চেপে রেখেই অবসরের ঘোষণা করেছিলেন তিনি। প্রথম টেস্টে নিউজিল্যান্ডের স্কোয়াডেই ছিলেন ওয়াগনার। তবে তিনি জানতে পারেন, প্রথম টেস্টে প্রথম একাদশে তাঁর জায়গা হবে না। আর এটা জানার পরপরেই তিনি অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: T20 World Cup-এ কি KKR তারকার জায়গা পাকা? ধরমশালায় রিঙ্কুর উপস্থিতি কি সেই বার্তাই দিল?
ওয়াগনারের অবসরের বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর। ইএসপিএনের ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ পডকাস্টে তিনি বলেছেন, ‘আমার মনে হয় অনেক দিন আগে থেকেই এই ঘটনার (অবসরের) প্রেক্ষাপট রচিত হয়েছে। এটা একদিনের ঘটনা নয়। এই ঘটনাকে সুগারকোটিং দিয়ে ঢাকার চেষ্টা করাটাও ঠিক হবে না। সত্যিটা সবার সামনে আসা উচিত । আমার মনে হয়, এই অবসর (নেইল ওয়াগনারের) বাধ্য হয়ে জোর করে নেওয়া অবসর। আমরা যদি ওয়াগনারের সাংবাদিক সম্মেলন ভালো করে শুনি, তাহলে আমি দেখা যাবে, ও অবসর অবশ্যই নিয়েছে। তবে ও এই টেস্টে (দ্বিতীয় ম্যাচে) নিজেকে উপলব্ধ রেখেছে। শেষ টেস্ট ম্যাচে যদি ওকে খেলাতে চায়, তাহলে ও খেলতে যে রাজি, সে কথা আগেই বুঝিয়ে দিয়েছে। আমি ও মনে করি, দলকে ভবিষ্যতের কথা ভেবেই এগোতে হবে। তবে এটাও দেখতে হবে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সিরিজে পিছিয়ে রয়েছি। এই ম্যাচ আমাদের জিততেই হবে। আমি হলে কিন্তু এই টেস্টে নেইল ওয়াগনারকে খেলাতাম। কারণ ওর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের রাতের ঘুমটা বেশ ভালোই হচ্ছে।’