এক দশক ধরে আফগানিস্তান ক্রিকেটকে ক্রমাগত সাহায্য করে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালকে (CAN) সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের শেষের দিকে ভারতে আসতে চলেছে নেপালের ক্রিকেট দল। তারা এখানে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সময়ে বরোদা ও গুজরাট দলের মুখোমুখি হবে নেপালের ক্রিকেট দল।
আসলে, সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল CAN সভাপতি চতুর বাহাদুর দিল্লিতে বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে দেখা করেছিলেন। এই সময়, তিনি নেপালের প্রতিভাবান খেলোয়াড়দের কী করে উন্নতি করা যায় সে বিষয়ে কথা বলেছিলেন। তাদের দেশের প্রতিভাবান ক্রিকেটাদের জন্য অবকাঠামো এবং প্রশিক্ষণ সংক্রান্ত সহায়তার আবদার করেছেন। জানা গিয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে তাদের পাশে থাকার কথা বলা হয়েছে। জানা গিয়েছে সোমবার বিসিসিআই এই বিষয়ে রাজি হয়েছে এবং নেপালের সঙ্গে দুটো রাজ্য দলের টি-টোয়েন্টি সিরিজ খেলার ঘোষণা করেছে।
কবে থেকে শুরু হবে এই টি টোয়েন্টি সিরিজ?
৩১ মার্চ থেকে শুরু হবে এই টি টোয়েন্টি সিরিজ। এই টুর্নামেন্টে সাতটি ম্যাচ খেলা হবে। ৭ এপ্রিল ফাইনালের আগে সব দল এক অন্যের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। এই সময়ে বরোদা ও গুজরাটের মুখোমুখি হবে নেপাল দল। মনে করা হচ্ছে এই টুর্নামেন্টটি আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজক টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে নেপাল দলকে সাহায্য করবে।
নেপালের ক্রিকেট সংস্থা তিনটি ক্ষেত্রে BCCI এর কাছে সাহায্য চেয়েছে-
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (CAN) দাবি করেছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেপাল জাতীয় দলকে কোনও বাধা ছাড়াই অনুশীলন ম্যাচ খেলার সুযোগ দেওয়া হোক। আসলে কাঠমান্ডুর আবহাওয়া খেলাধুলার অনুকূলে নয়। অন্যদিকে, নেপালের খেলোয়াড়রা যথাযথ চিকিৎসা সুবিধা পান না, যেখানে ভারতীয় খেলোয়াড়দের বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) সেরা ব্যবস্থা পাওয়া যায়। একই সঙ্গে বোর্ডের তৃতীয় দাবি ছিল নেপালের অনূর্ধ্ব-১৯ ও এ দলগুলো যেন বিভিন্ন রাজ্যের দলের সঙ্গে খেলার সুযোগ পায়। এটি তাদের খেলোয়াড়দের বিকাশের পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। এবার নেপাল ক্রিকেটের পাশে থাকার কথা ভেবেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং এই সিরিজে সম্মতি জানিয়েছে বিসিসিআই।