সম্প্রতি সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের জন্য। তিনটি ভিন্ন ফরম্যাটের জন্য তিনটি আলাদা অধিনায়ক নির্বাচিত করা সত্ত্বেও পাওয়া যাচ্ছে না মনের মতো ফল। একের পর এক হারের শিকার হতে হচ্ছে গোটা শিবিরকে। পাশাপাশি, দলকে আরো চাপে রেখেছে বেশকিছু তারকা ক্রিকেটারের ফর্মে না থাকা। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বাবর আজমের ব্যাক-টু-ব্যাক অর্ধশতরান কিছুটা হলেও স্বস্তি দিয়েছে গোটা দলকে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান হারলেও, বাবর তাতে ফের অর্ধশতরান হাকান। তবে এদিন তাঁর ব্যাটিংয়ের প্রশংসা হলেও, প্রথম ইনিংসে কিউইদের ব্যাটিং চলাকালীন তিনি ঘটিয়ে বসেন এক মজাদার কান্ড। ফিল্ডিং করতে গিয়ে তিনি রীতিমতো লাফিয়ে ওঠেন দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটার আজম খানের উপর, যা দেখে রীতিমতো হাসতে লাগে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ধারাভাস্যকাররা সকলেই।
রবিবার, অর্থাৎ ১৪ জানুয়ারি, হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। প্রথমে ব্যাট করে পাহাড় সমান রান তোলে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে লড়াই দিয়েও শেষ ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। কিন্তু এদিন দেখার মত ছিল বাবর আজমের ৬৬ রানের মারকুটে ইনিংস। তবে এদিন একটি মজাদার কীর্তিও করেন তিনি ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময়ে। ফিল্ডিং করতে গিয়ে তিনি রীতিমতো লাফিয়ে ওঠেন দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটার আজম খানের উপর।
সেই দৃশ্য দেখে রীতিমতো হাসিতে ফেটে পড়েন ধারাভাষ্যকারীরা। এখানেই শেষ নয়, এই দৃশ্যটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও। তা দেখে ক্রিকেটপ্রেমীরা ফেলতে শুরু করেন নানা মজাদার কমেন্ট। যদিও অনেকে আবার বাবরের পক্ষেও কথা বলেছেন এবং দাবি করেছেন যে ফিল্ডিং চলাকালীন এরকম হতেই পারে। যদিও ম্যাচ চলাকালীন বাবর এই বিষয়টিকে অত্যন্ত হালকাভাবেই নেন এবং তাঁকে মজা করতে দেখা যায় আজম খানের সঙ্গে।
উল্লেখ্য, বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়ক পদ থেকে ইস্তফা দেন বাবর আজম। তারপর তিনটি ভিন্ন ফরম্যাটের জন্য বেছে নেওয়া হয় তিনটি অধিনায়ক। এই সিরিজ শুরু হওয়ার আগে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং হেড কোচ মহম্মদ হাফিজ কথা বলেছিলেন বাবরের সঙ্গে তৃতীয় নম্বরে ব্যাট করার জন্য। যদিও বাবর তাতে রাজি হন এবং এখনো পর্যন্ত বেশ ভালই পারফর্ম করে চলেছেন। এবার দেখার বিষয় আগামী ম্যাচগুলিতে তিনি কি করে দেখান।