ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টিম ইন্ডিয়ায় জায়গা না পেয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন তারকা ব্যাটসম্যান হনুমা বিহারি। অন্ধ্রপ্রদেশ এবং বিহারের মধ্যে রঞ্জি ম্যাচ শেষ হওয়ার পরে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে না পারার হতাশা তিনি গোপন করেননি। বরং ক্ষোভ আকারেই তা প্রকাশ করে ফেলেছেন হনুমা বিহারি। এই ম্যাচে বিহারকে ১৫৭ রানে হারিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ। যাইহোক, হনুমা বিহারী দাবি করেছেন যে, তিনি এই রঞ্জি মরশুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও, ভারতীয় দলে ব্রাত্যের তালিকাতেই থেকে গিয়েছেন।
আরও পড়ুন: যশস্বী, শুভমন ভালো খেলেছে, তবে বাকিদেরও ব্যাটিংয়ে নজর দিতে হবে- সোজাসাপ্টা জাহির
রঞ্জি ট্রফিতে হনুমা বিহারি কিন্তু ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করে চলেছেন। ইতিমধ্যে রঞ্জির ৭ ইনিংস খেলে ৩৬৫ রান করে ফেলেছেন হনুমা বিহারি। স্বভাতই সুযোগ না পেয়ে তিনি হতাশ। দলে ফেরার অভিপ্রায় ব্যক্ত করে বিহারি বলেন, ‘আমি হতাশ। এটা দুঃখজনক যে, আমি টেস্ট দলের অংশ নই। প্রত্যেকের জীবনেই উত্থান-পতন থাকে। আমার রঞ্জিতে রান করার চেষ্টা করে চলেছি। এই মরশুম যদি ভালো যায়, তাহলে আমার জন্য টিম ইন্ডিয়াতে ফেরার দরজা খুলে যেতে পারে। প্রত্যাবর্তনের জন্য আমাকে যতটা সম্ভব রান করতে হবে।’
আরও পড়ুন: কোহলির জন্য জায়গা ছাড়তেই হবে, শ্রেয়স ঘরোয়া ক্রিকেট খেলুক- পরামর্শ ভারতের প্রাক্তনীর
সুযোগের অপেক্ষায় হনুমা বিহারি
এখানেই না থেকে হনুমা আরও বলেছেন, ‘সম্প্রতি আমার সঙ্গে জাতীয় দলের কেউ কথা বলেনি। আমার শেষ টেস্টের পর কোচ রাহুল দ্রাবিড় আমার সঙ্গে কথা বলেছেন। দ্রাবিড় আমাকে বলেছিলেন, কোন পয়েন্টে উন্নতি দরকার। কিন্তু এর পর কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমি ক্রমাগত আমার খেলার উন্নতি করার চেষ্টা করছি। দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমি ভালো পারফর্ম করতে চাই এবং রান করতে চাই। এখন আমি আমার ক্যারিয়ারের সেই পর্যায়ে আছি, যেখানে কারও কাছ থেকে কোনও প্রত্যাশা নেই। আমি আমার সেরাটা দেব এবং দেখব আমার সামনে কী অপেক্ষা করে আছে।’
প্রসঙ্গত, একটা সময়ে বিদেশ সফরের সময়ে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন হনুমা বিহারি। কিন্তু ২০২২ সালের জুলাই থেকে তিনি জাতীয় দলের হয়ে আর কোনও টেস্ট ক্রিকেট খেলেননি। ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন হনুমা বিহারি। এই ১৬ ম্যাচে ৮৩৯ রান করেছেন। বিহারির ঝুলিতে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে।