বাংলা নিউজ > ক্রিকেট > চেক বাউন্স হয়েই বিপাকে, বাংলার হয়ে খেলা ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়না জারি

চেক বাউন্স হয়েই বিপাকে, বাংলার হয়ে খেলা ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়না জারি

প্রশান্ত বৈদ্য।

বাজাজ নগর থানার ইনস্পেক্টর ভিত্তলসিং রাজপুত দাবি করেছেন, প্রশান্ত বৈদ্য একজন স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ইস্পাত কিনেছিলেন। এবং সেই টাকাটি তিনি একটি চেকের মাধ্যমে সেই ব্যবসায়ীকে দিয়েছিলেন। আর সেই চেকটি বাউন্স করে।

চেক-বাউন্সিং মামলায় প্রাক্তন ক্রিকেটার প্রশান্ত বৈদ্যের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নাগপুরের সিটি পুলিশ। তাঁকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারও করা হয়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রশান্ত বৈদ্য, যিনি ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতের হয়ে চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, বুধবার তাঁকে আদালতে তোলা হলে বন্ডে জামিন পেয়েছেন তিনি। বর্তমানে প্রশান্ত বৈদ্য বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির প্রধান পদে যুক্ত রয়েছেন।

বাজাজ নগর থানার ইনস্পেক্টর ভিত্তলসিং রাজপুত দাবি করেছেন, প্রশান্ত বৈদ্য একজন স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ইস্পাত কিনেছিলেন। এবং সেই টাকাটি তিনি একটি চেকের মাধ্যমে সেই ব্যবসায়ীকে দিয়েছিলেন। আর সেই চেকটি বাউন্স করে। চেক বাউন্স করার কথা প্রশান্তকে ওই ব্যবসায়ী জানিয়েও ছিলেন। এবং স্বাভাবিক ভাবেই বকেয়া টাকা মেটাতে অনুরোধ করেন সেই ব্যবসায়ী।

আরও পড়ুন: শুভমন, শ্রেয়সরা ব্যাট হাতে টেস্টে ব্যর্থ, জায়গা কি ফস্কে যাবে? কী বললেন ভারতের ব্যাটিং কোচ?

কিন্তু প্রশান্ত বৈদ্য টাকা দিতে অস্বীকার করলে, সেই ব্যবসায়ী উপায় না দেখে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। কিন্তু প্রশান্ত বৈদ্য একের পর এক শুনানিতে গরহাজির ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ফলে আদালত প্রশান্তর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করলে, বন্ডে জামিন পান প্রাক্তন এই ক্রিকেটার।

প্রশান্ত বৈদ্য আবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও যুক্ত রয়েছেন। এমআই-এর হয়ে জুনিয়র প্রতিভা সন্ধান করাই তাঁর কাজ। নিজের ক্রিকেট জীবনে প্রশান্ত বৈদ্য ছিলেন একজন ডানহাতি ফাস্ট বোলার, যিনি বিদর্ভ এবং বাংলা- দুই দলের হয়েই প্রতিনিধিত্ব করেছেন।

আরও পড়ুন: রজত পতিদার বনাম সরফরাজ খান- কে সুযোগ পাবেন বিশাখাপত্তনমে? মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ

প্রশান্তর জন্ম আসলে নাগপুরে। বাংলার হয়ে শেষ বার তিনি খেলেছেন ১৯৯৫ সালে। পূর্বাঞ্চল দলের হয়েও খেলেছেন প্রশান্ত বৈদ্য। প্রথম দিকে তাঁকে দেখে অনেকেই মনে করেছিলেন, তাঁর মধ্যে ভালো মানের মিডিয়াম পেসার হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু নিজেকে প্রমাণ করতে তিনি ব্যর্থ হন।

১৯৯২-৯৩ মরশুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় প্রশান্ত বৈদ্যর। যদিও ১৯৯৬-৯৭ মরশুমেই তাঁর ক্যারিয়ারের ইতি হয়ে যায়। এর পর থেকে তিনি নানা ভাবে ক্রিকেটের সঙ্গেই নিজেকে জড়িয়ে রেখেছিলেন। খেলোয়াড় জীবনে প্রশান্ত বৈদ্য ভারতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন। তাঁর সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডেতে চার উইকেট তুলে নিয়েছিলেন এই ক্রিকেটার। ঘরোয়া সার্কিটে প্রশান্ত বৈদ্য আবার ৫৬টি প্রথম-শ্রেণীর ম্যাচে ১৭১টি উইকেট নিয়েছিলেন।

ক্রিকেট খবর

Latest News

হত্যালীলায় মাতলেন অপরাধী, ৩ ঘণ্টায় প্রাণ গেল ৮১ প্রাণীর! বিবাহিত জীবনে মাধুর্য ফেরাতে আগামিকাল রাধাষ্টমীতে করুন এ কাজ, আসবে সুখ ও সৌভাগ্য আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথমবার পথে নামছেন BJP-র মিঠুন চক্রবর্তী! কবে-কখন? একদা ভর্তি নেয়নি মুম্বইয়ের কলেজ, লেকচার দিতে সেখানেই ফিরলেন গৌতম আদানি হুইস্কি মিশিয়ে আইসক্রিম বিক্রি করছিলেন দোকানদার! খবর পেয়ে তদন্তে এসে হতবাক পুলিশ হরিয়ানায় প্রার্থী তালিকায় চমক! জেসিকা খুনে দোষী মনু শর্মার মাকে টিকিট দিল BJP কেউ পড়তে চায় না, আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো বন্ধ করল বাংলা প্রেসক্রিপশন, বিলের পর এবার জন্মদিনের মেনু, প্রতিবাদের বার্তা বনগাঁর পরিবারের এই ৫ রাশির মানুষ সবচেয়ে আবেগপূর্ণ, জেনে নিন কারা? ২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ মহিলাই অবিবাহিত, নিঃসন্তান থাকবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.