আর কিছুদিন পরই শুরু হবে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ইতিমধ্যেই দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। পুরনো মুখের দলবদলের পাশাপাশি বেশ কিছু নতুন মুখেরও অভিষেক হতে চলেছে। ইতিমধ্যেই বহু তরুণ ও তারকা ক্রিকেটার লেগে পড়েছে প্রস্তুতিতে। তবে টুর্নামেন্ট শুরুর আগে 'স্পোর্টস নাও'র সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক, তথা টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে নিয়ে একটি বিশেষ মন্তব্য করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার গুরবাজ। তিনি জানালেন যে শ্রেয়স আইয়ার একজন দুর্দান্ত ক্রিকেটার এবং তাঁর নেতৃত্বে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। এখানেই শেষ নয় গুরবাজ আরও দাবি করলেন যে গত মরশুমের অধিনায়ক নীতীশ রানাও একজন দুর্দান্ত ক্রিকেটার এবং তাঁর নেতৃত্বেও তিনি খেলাটা দারুণ উপভোগ করেছেন।
আফগান তারকা বলেন, 'এই বছর দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ও একজন অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি একজন দুর্দান্ত অধিনায়কও। সম্প্রতি, টিম ইন্ডিয়ার হয়ে ও বেশ ভালই পারফর্ম করছে। আমি মুখিয়ে রয়েছি ওর নেতৃত্বে খেলার জন্য। যদিও ওর আগে দলকে নেতৃত্ব দিয়েছেন নীতীশ রানা। ও একজন দুর্দান্ত ক্রিকেটার ও অধিনায়ক ও নেতৃত্বে খেলাটাও বেশ আনন্দের সঙ্গে উপভোগ করেছি।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে বলিউডের বাদশা, তথা কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের সঙ্গে প্রথম আলাপ নিয়েও মুখ খোলেন গুরবাজ। তিনি বলেন, 'ওনার সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর আমার মনে হয়েছিল যেন আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। যখন আমি ছোট ছিলাম আমি ওনার সিনেমা খুব দেখতাম। প্রথমবার যখন ওনাকে আমি দেখি আমি একটু ঘাবড়ে যাই। উনি এসে আমাকে জড়িয়ে ধরলেন এবং কথা বললেন। সত্যি বলতে গেলে, ওনার এই ভদ্রতা আমার মন ছুঁয়েছে।'
এছাড়াও আফগান তারকাকে জিজ্ঞেস করা হয় অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য তিনি ভবিষ্যতে ইচ্ছুক কিনা। সেই প্রশ্নের উত্তরে গুরবাজ বলেন, 'আইপিএলে সবকটি দলই খুব ভালো। তবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কেকেআর ছাড়া আর কোন দলের হয়ে খেলার ইচ্ছা আছে কিনা ভবিষ্যতে? তাহলে আমি বলবো আমার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলার বহুদিনের ইচ্ছা আছে। ওনার জন্যই আমার ক্রিকেটে আসা আর উইকেটরক্ষক হওয়া।'