বৃষ্টিতে পাকিস্তানের সঙ্গে ভারতের এশিয়া কাপের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে। আজ নেপালের বিরুদ্ধে দ্বিতীয় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মারা। তবে আজকের এই ম্যাচেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে প্রত্যেকটির ক্রিকেটারের কপালে। দুঃখের খবর শুনিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরও। তাদের পূর্বাভাস অনুযায়ী আগের দিনের মতো আজকের ম্যাচেও বৃষ্টি হতে পারে।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। মেঘলা আবহাওয়াতে ভারত ব্যাটিং শুরু করে। সবকিছুই ঠিকঠাক চলছিল। ভারত-পাক ম্যাচের উত্তেজনাও কাজ করছিল ভক্তদের মধ্যে। তবে ভারতের ব্যাটিং শেষ হওয়ার পর বৃষ্টি নামে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে। পাকিস্তান এক ওভারও ব্যাট করতে পারেনি। ম্যাচ ভেস্তে যায়। এক পয়েন্ট করে পায় দুই দল। নেপালের বিরুদ্ধে আজকের ম্যাচ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই ম্যাচেও যদি বৃষ্টি হয় তাহলে সুপার ফোরে খেলার আগে বেশ সমস্যায় পড়বে তারা। সমস্যার কথা আগে থেকেই শুনিয়ে রেখেছে শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর। পাল্লেকেলে স্টেডিয়ামে আজও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী অনুসারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ। উষ্ণতা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর্দ্রতা প্রায় ৮১ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। বাতাসের গতিবেগ থাকবে ১৫ থেকে ২৫ কিমি/ঘন্টার মধ্যে।
এই ম্যাচ যদি ভেস্তে যায় সে ক্ষেত্রে কি হবে? ভারত সুপার ফোরে যেতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে! রোহিত শর্মার ম্যাচ হারলে এশিয়া কাপের প্রাথমিক পর্ব থেকেই বিদায় নেবে ভারত। জিতলে চলে যাবে সুপারফোরে। বৃষ্টির জন্য ম্যাচ যদি না খেলা হয় তাহলে এক পয়েন্ট করে পাবে ভারত ও নেপাল। রান রেট এবং পয়েন্ট এর হিসাব করে যে দল এগিয়ে থাকবে সেই যাবে ‘সুপার ফোরে’। ইতিমধ্যেই পাকিস্থান ভারতের সঙ্গে ম্যাচে এক পয়েন্ট পেয়ে পরবর্তী পর্যায়ে পৌঁছে গিয়েছে।
আজকের ম্যাচে বোলিং বিভাগের কিছু পরিবর্তন করা হবে। জসপ্রীত বুমরাহ হঠাৎই দেশে ফিরে আসেন পারিবারিক কারণে। জানা গিয়েছে তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন ফলে স্ত্রীর পাশে থাকতেই তাঁর দেশে ফিরে আসা। তাঁর জায়গায় মহম্মদ শামি বা প্রসিধ কৃষ্ণাকে খেলানো হতে পারে।