আগামী শুক্রবার অর্থাৎ ১২ জানুয়ারি রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলা খেলতে নামছে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। দুই দল ইতিমধ্যে শুরু করে দিয়েছে জোর কদমে প্রস্তুতি। সবদিক দিয়ে নিজেদের তৈরি করছে দুজনে। যদিও বাংলা ক্রিকেটাররা পৌঁছে গিয়েছে কানপুরে। তবে পিচ নিয়ে তার আগে এলো একটি বিশেষ সংবাদ। সবুজ উইকেট রাখা হচ্ছে বঙ্গ ক্রিকেটারদের জন্য, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। গ্রিন পার্কের মাটিতে ইতিমধ্যেই ঘাস ভর্তি। মনে করা হচ্ছে যে এই ম্যাচ থেকে অনেককিছু লাভ করতে পারে বাংলা।
অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে গত ম্যাচে জিততে সফল হয়নি বাংলা। শুরু থেকে ভালো ব্যাটিং করা সত্ত্বেও পরে গতি ধরে রাখতে পারেনি তারা। যার জেরে ড্র হয় সেই ম্যাচ। তবে এবার সবকিছু ভুলে মাঠে নামতে প্রস্তুত বাংলার ক্রিকেটাররা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে রয়েছে তাদের পরবর্তী ম্যাচ। ইতিমধ্যেই কানপুর পৌঁছে গিয়েছে গোটা দল এবং নেট প্র্যাকটিস করছে গ্রিন পার্ক স্টেডিয়ামে। তবে তার আগে প্রকাশ্যে এলো ঠিক কেমন হতে চলেছে ম্যাচের জন্য পিচ। জানা গিয়েছে বাংলার জন্য রাখা হয়েছে সবুজ উইকেট। যদিও এই নিয়ে বাংলা শিবির মনে করছেন যে পিচের কিছু ঘাস হয়তো কাটা হতে পারে, কিন্তু তাতেও লাভবান হবে দলের পেস বোলিং আক্রমণ।
তবে বলে রাখা ভালো যে এই মুহূর্তে পেস বোলিং নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছে বাংলা। ভারতীয় 'এ' দলের সদস্য হওয়ার জন্য এই মুহূর্তে বঙ্গ দলে নেই আকাশদ্বীপ। তবে দলে রয়েছেন ইশান পোড়েল ও মহম্মদ কাইফের মতো পেস বোলাররা। কিন্তু দুজনের সঙ্গে তৃতীয় বোলার কে হবে এই নিয়ে চাপে রয়েছে গোটা দল। মনে করা হচ্ছে সুরাজ সিন্ধু জসওয়াল ও সুমন দাসের মধ্যে একজনকে খেলানো হতে পারে। কিন্তু অন্যদিকে বোলিং বিভাগ নিয়ে অনেকটাই এগিয়ে উত্তরপ্রদেশ। দলে রয়েছেন একাধিক অভিজ্ঞ পেস বোলার। মনে করা হচ্ছে তিন পেসর নিয়ে নামতে পারে তারা। অঙ্কিত রাজপুত, জশ দয়াল এবং ভুবনেশ্বর কুমারকে খেলানো হতে পারে।
যদিও এই বিষয়গুলিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বঙ্গ শিবির। তাদের বক্তব্য বিপক্ষ দলে কারা আছেন বা কারা নেই সেগুলিকে নিয়ে তারা বিন্দুমাত্র পরোয়া করে না এবং মাঠে নিজেদের সেরাটাই দেবেন। এবার দেখার বিষয়, এই ম্যাচে ঘুরে দাঁড়াতে সফল হয় কিনা বাংলার ক্রিকেটাররা।