প্রথম ইনিংসের নিরিখে ১২৮ রানে পিছিয়ে থাকা উত্তরপ্রদেশ তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তুলেছে। সুতরাং, তাদের হাতে লিড রয়েছে ৫০ রানের। নীতীশ রানা ৪৭ রান অপরাজিত রয়েছেন। আরিয়ান জুয়েল ৪২, প্রিয়ম গর্গ ১২ ও করণ শর্মা ৪ রান করে আউট হয়েছে। ১১ রানে ব্যাট করছেন আকাশদীপ নাথ। দ্বিতীয় ইনিংসে মহম্মদ কাইফ এখনও পর্যন্ত ৭২ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
— প্রথম উইকেটটি তুলে নিল বাংলা। চা পানের বিরতির পর মহম্মদ কাইফ ফিরিয়ে দিলেন সামর্থ সিং। ৯৭ বলে ৫৪ রান করে ফিরে গেলেন উত্তরপ্রদেশের এই ব্যাটার।
— ধীরে ধীরে পিচে সেট হয়ে উঠেছেন উত্তরপ্রদেশের দুই ওপেনার। আর তাতেই কিছুটা চাপ বাড়ছে বাংলার। তারই মধ্যে অর্ধশতরান করে ফেললেন সামর্থ সিং। ৫০ রানে ব্যাট করছেন তিনি। ৪০ রানে ব্যাট করছেন এরিয়ান।
— অবশেষে মাঠে নামলেন ক্রিকেটাররা। প্রায় ৫ ঘন্টা পর বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচ শুরু হল।
— এখনও আবহাওয়ার পরিবর্তন হয়নি। ফলে ২ ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গেলেও তৃতীয় দিনের ম্যাচ শুরু হল না।
— খারাপ আবহাওয়া। তার জেরে এখনও শুরু হল না রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের তৃতীয় দিনের খেলা। প্রথম ও দ্বিতীয় দিন আবহাওয়ার কারণে অনেকটা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানা হয়েছে, আলো কম থাকায় ম্যাচ দেরিতে শুরু হচ্ছে।
— ঘন কুয়াশায় ঢাকা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম ফলে দ্বিতীয় দিনের মতোই নির্ধারিত সময়ে খেলা শুরু হল না। পরিস্থিতি এতটাই খারাপ যে পাশের কেউ দাঁড়িয়ে থাকলেও তা দেখা যাচ্ছে না। ফলে বেলা বাড়লে কুয়াশা কমলে খেলা শুরু হবে।
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের স্কোরকার্ড-
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচের দ্বিতীয় দিন - হাইলাইটস
কানপুরের সবুজ উইকেটে বাংলার বোলাররা আগেই দাপট দেখিয়েছে। যার জন্য মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায় উত্তরপ্রদেশ। যদিও এই ম্যাচে বাংলা প্রথম ইনিংসে বেশ বড় রানের লিড নিয়ে এগিয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হল, এই ম্যাচে বাংলার জন্য বড় ধাক্কা অপেক্ষা করে ছিল। কারণ প্রতিপক্ষ দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার। যিনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ বোলার ছিলেন। প্রতিপক্ষের ব্যাটারকে ঘরে ফেরাতে খুব একটা সময় খরচ করতেন না।
সেই ভুবনেশ্বর কুমারই বাংলার আট উইকেট তুলে নেন। স্বাভাবিক ভাবে আরও বড় রানের লিড দিতেই পারতো মনোজ তিওয়ারির দল। কিন্তু তা আর হয়নি। ভুবির দাপটে ১৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে উত্তরপ্রদেশের রান কোনও উইকেট না হারিয়ে ৪৬। ক্রিজে অপরাজিত রয়েছেন সামর্থ সিং (২১) এবং এরিয়ান (২০)।