সচরাচর টি-২০ ক্রিকেটে কোন ব্যাটার কতগুলি ছক্কা মারলেন, সেই বিষয়ে খোঁজখবর নিতে দেখা যায় অনুরাগীদের। তবে রঞ্জি ট্রফির মতো চারদিনের ফার্স্ট ক্লাস ম্যাচে ছক্কা নিয়ে বিশেষ আগ্রহ দেখা যায় না কারও মধ্যেই। আসলে লাল বলের ক্রিকেটে ব্যাটাররা ঝুঁকি নিতে চান না। তাই বল হওয়ায় ভাসিয়ে ছক্কা হাঁকানোর প্রবণতা চোখে পড়ে খুব কম ব্যাটারের মধ্যেই।
রঞ্জি ট্রফির আসরে ঠুকঠুকে ব্যাটিং চোখে পড়া যেখানে নিতান্ত প্রত্যাশিত বিষয়, সেখানে উলটো পথে হাঁটলেন তন্ময় আগরওয়াল। তিনি রঞ্জির মঞ্চে যে রকম চার-ছক্কার ঝড় তোলেন, তা হার মানাবে টি-২০ ক্রিকেটকেও। বিশেষ করে ত্রিশতরানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে তন্ময় যেরকম ছক্কার ফুলঝুরি ফোটান, তাতেই গড়ে ফেলেন দুর্দান্ত এক বিশ্বরেকর্ড।
অরুণাচলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে তন্ময় ৩৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। ১৮১ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ৩৪টি চার ও ২৬টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, শুধু রঞ্জি ট্রফিতেই নয়, বরং ফার্স্ট ক্লাস ক্রিকেটের সার্বিক ইতিহাসে একটি ইনিংসে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়ে ফেলেন তন্ময়। তিনি ভেঙে দেন কলিন মুনরোর নজির।
নিউজিল্যান্ডের কলিন মুনরো ২০১৫ সালে নেপিয়ারে অকল্যান্ডের হয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিরুদ্ধে প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে ১৬৭ বলে ২৮১ রান করার পথে ২৩টি ছক্কা হাঁকান। এতদিন সেটিই ছিল কোনও ফার্স্ট ক্লাস ইনিংসে সব থেকে বেশি ছক্কা মারার সর্বকালীন রেকর্ড। এবার মুনরোর থেকে সেই রেকর্ড ছিনিয়ে নিলেন তন্ময় আগরওয়াল।
একটি ফার্স্ট ক্লাস ইনিংসে সব থেকে বেশি ছক্কা:-
১. তন্ময় আগরওয়াল: ২৬টি ছক্কা।
২. কলিন মুনরো: ২৩টি ছক্কা।
৩. শফিকউল্লাহ শিনওয়ারি: ২২টি ছক্কা।
তন্ময় আগরওয়ালের সামনে সুযোগ ছিল রঞ্জি ট্রফি তথা ভারতের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়ার। তবে সম্ভাবনা জাগিয়েও শেষমেশ সেই কৃতিত্ব অর্জন করতে পারেননি তিনি। রঞ্জি তথা ভারতের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের রেকর্ড থাকে বিবি নিম্বালকরের দখলেই। তিনি ১৯৪৮ সালে মহারাষ্ট্রের হয়ে কাথিয়াওয়াড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ৪৪৩ রান করেন। হায়দরাবাদের এই ম্যাচে তন্ময় আউট হন ৩৬৬ রানে। তন্ময় রঞ্জির ইতিহাসে যুগ্মভাবে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নজির গড়েন।
রঞ্জি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস:-
১. বিবি নিম্বালকর: ৪৪৩ রান।
২. পৃথ্বী শ: ৩৭৯ রান।
৩. সঞ্জয় মঞ্জরেকর: ৩৭৭ রান।
৪. এমভি শ্রীধর: ৩৬৬ রান।
৫. তন্ময় আগরওয়াল: ৩৬৬ রান।